Shibu Hazra arrested: যুক্ত হল গণধর্ষণের ধারা, সন্দেশখালি কাণ্ডে অবশেষে গ্রেফতার তৃণমূল নেতা শিবু হাজরা

Last Updated:

এ দিন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সাংবাদিক বৈঠক করে দাবি করেন, সন্দেশখালির ঘটনায় ওঠা প্রতিটি অভিযোগের নিরপেক্ষ তদন্ত করবে পুলিশ৷

গ্রেফতার শিবু হাজরা৷
গ্রেফতার শিবু হাজরা৷
কলকাতা: সন্দেশখালি কাণ্ডে অন্যতম মূল অভিযুক্ত তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা ওরফে শিবু  হাজরাকে গ্রেফতার করল পুলিশ৷ বসিরহাটের ন্যাজাট এলাকা থেকে শিবু হাজরাকে গ্রেফতার করা হয়৷ শিবুর শাগরেদ এবং সন্দেশখালি কাণ্ডে আর এক অভিযুক্ত উত্তম সর্দারকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ৷ যদিও সন্দেশখালিতে গ্রামবাসীদের উপরে নির্যাতন চালানোর মূল মাথা হিসেবে শিবু হাজরার নামই উঠে এসেছিল৷
ঘটনাচক্রে এ দিনই সন্দেশখালি মামলায় গণধর্ষণের ধারা যুক্ত করে পুলিশ৷ অভিযুক্ত দুই তৃণমূল নেতা উত্তর সর্দার এবং শিবু হাজরার বিরুদ্ধে এই চলা মামলায় এই ধারা যুক্ত করা হয়েছে৷ এ ছাড়াও উত্তমের বিরুদ্ধে বনগাঁয় একটি খুনের ঘটনায় আলাদা মামলা করেছে পুলিশ৷
শিবু হাজরা সন্দেশখালি ২ ব্লকের তৃণমূল ব্লক সভাপতি হওয়ার পাশাপাশি উত্তর চব্বিশ পরগণার জেলা পরিষদের সদস্যও ছিলেন৷ যদিও এখনও অধরাই থাকলেন শেখ শাহজাহান৷
advertisement
advertisement
এ দিন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সাংবাদিক বৈঠক করে দাবি করেন, সন্দেশখালির ঘটনায় ওঠা প্রতিটি অভিযোগের নিরপেক্ষ তদন্ত করবে পুলিশ৷ যে কোনও প্রমাণ পেলেই তা খতিয়ে দেখা হবে৷ রাজ্য পুলিশের শীর্ষ কর্তা আরও দাবি করেন, ৬ ফ্রেব্রুয়ারির আগে সন্দেশখালিতে মহিলাদের বিরুদ্ধে নির্যাতনের কোনও অভিযোগ পুলিশের কাছে আসেনি৷ সংবাদমাধ্যমে সন্দেশখালির অনেক মহিলাই যৌন নির্যাতনের অভিযোগ করলেও পুলিশের কাছে এখনও পর্যন্ত একজনেরই জবানবন্দি পুলিশ পেয়েছে বলে দাবি করেছেন রাজীব কুমার৷
advertisement
সন্দেশখালির ঘটনায় অভিযুক্ত উত্তম সর্দারকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ৷ আদালত থেকে জামিন পেলেও ফের তাঁকে গ্রেফতার করা হয়৷ যদিও শিবু হাজরাকে কেন পুলিশ গ্রেফতার করছে না, তা নিয়ে প্রশ্ন উঠছিল৷
advertisement
রাজীব কুমার অবশ্য এ দিন দাবি করেছেন, ‘অপরাধী যেই হোক না কেন, আমরা তাঁকে ঠিক গ্রেফতার করব৷ কিন্তু সংবাদমাধ্যমে অভিযোগ করলেই হবে না, পুলিশের কাছে এসে তা জানাতে হবে৷ আমরা সন্দেশখালির সব দ্বীপে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলছি৷ সংবাদমাধ্যমকেও বলছি, আপনাদের কাছে কোনও প্রমাণ থাকলে আমাদের দিন৷ এখনও পর্যন্ত একজন মহিলা আদালতে গোপন জবানবন্দি দিয়েছেন, তার ভিত্তিতেই আমরা পদক্ষেপ করেছি৷’
advertisement
সন্দেশখালি নারী নির্যাতনের পাশাপাশি গ্রামবাসীদের জমি কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছিল শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে৷ রাজীব কুমার জানিয়েছেন, আগামিকাল থেকেই সন্দেশখালির গ্রামে গ্রামে শিবির করবেন ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা৷ কারও যদি জমি সংক্রান্ত অভিযোগ থাকে, তাহলে তা সেখানেই জানাতে পারবেন গ্রামবাসীরা৷ পাশাপাশি, সন্দেশখালি থেকে পর্যায়ক্রমে ১৪৪ ধারা প্রত্যাহার করে নেওয়ারও আশ্বাস দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি৷
advertisement
সহ প্রতিবেদন- অনুপম সাহা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Shibu Hazra arrested: যুক্ত হল গণধর্ষণের ধারা, সন্দেশখালি কাণ্ডে অবশেষে গ্রেফতার তৃণমূল নেতা শিবু হাজরা
Next Article
advertisement
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ উন্নাও কাণ্ডের নির্যাতিতার
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে উন্নাও নির্যাতিতা
  • উন্নাও ধর্ষণকাণ্ডে কুলদীপ সিং সেনগরের জামিনে দিল্লিতে উত্তেজনা, নির্যাতিতা ও তাঁর মা প্রতিবাদে শামিল হন.

  • নির্যাতিতা প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচার চেয়ে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চান.

  • বিক্ষোভে পুলিশ ও সিআরপিএফ নির্যাতিতা ও তাঁর মাকে বাধা দেয়, বৃদ্ধা মাকে ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে.

VIEW MORE
advertisement
advertisement