Konnagar child murder: ছুরি, ইট, গণেশের মূর্তি দিয়ে আঘাত! কোন্ননগরে বাড়িতেই খুন ৮ বছরের বালক, কারণ ঘিরে রহস্য

Last Updated:

ইতিমধ্যেই খুনে ব্যবহৃত সবজি কাটার ছুরি উদ্ধার করেছে পুলিশ৷ এর পাশাপাশি বাড়ির সিঁড়িতে রাখা থান ইট দিয়েও ছাত্রের মাথায় আঘাত করা হয়৷

নিহত ছাত্রের বাড়িতে যান চন্দননগরের পুুলিশ কমিশনার৷
নিহত ছাত্রের বাড়িতে যান চন্দননগরের পুুলিশ কমিশনার৷
রানা কর্মকার, কোন্ননগর: বাড়িতে একাই ছিল ৮ বছরের ছেলে৷ সেই সুযোগেই বাড়িতে ঢুকে নৃশংস ভাবে চতুর্থ শ্রেণির ওই ছাত্রকে খুন করল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী৷ শুক্রবার সন্ধ্যায় নৃশংস এই ঘটনা ঘটেছে হুগলির উত্তরপাড়া থানা এলাকার কোন্ননগরে৷
পারিবারিক কোনও শত্রুতা নাকি অন্য কোনও কারণে ওই ছাত্রকে এ ভাবে খুন করল তা নিয়ে রীতিমতো রহস্য তৈরি হয়েছে৷ ঘটনার তদন্তে নেমেছে উত্তরপাড়া থানার পুলিশ৷ যদিও এখনও এই ঘটনায় কাউকেই গ্রেফতার বা আটক করতে পারেনি পুলিশ৷
advertisement
advertisement
জানা গিয়েছে, নিহত ওই ছাত্রের মা স্থানীয় একটি ক্যাফেতে কাজ করেন৷ বাবাও একটি কাজে কলকাতায় গিয়েছিলেন৷ সেই সুযোগেই সন্ধে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে এক বা একাধিক আততায়ী বাড়িতে ঢুকে ওই ছাত্রকে খুন করে৷ পুলিশের অনুমান, প্রায় দশ মিনিট ধরে হত্যালীলা চালানো হয়৷ ছুরি দিয়ে কোপানোর পাশাপাশি পর ওই ছাত্রের হাত এবং পায়ের শিরাও কেটে দেওয়া হয়৷ ফলে প্রবল আক্রোশ থেকেই ওই ছাত্রকে খুন করা হয়েছে, তা একরকম নিশ্চিত পুলিশ৷
advertisement
কারণ, ইতিমধ্যেই খুনে ব্যবহৃত সবজি কাটার ছুরি উদ্ধার করেছে পুলিশ৷ এর পাশাপাশি বাড়ির সিঁড়িতে রাখা থান ইট দিয়েও ছাত্রের মাথায় আঘাত করা হয়৷ মৃত্যু নিশ্চিত করতে ঘরে রাখা গণেশ মূর্তি দিয়েও বার বার ছাত্রকে আঘাত করা হয়৷ সেই মূর্তিটিও ভাঙা অবস্থায় ঘরের মেঝেতে পড়ে ছিল৷ এর পর দেহটি খাটের নীচে লুকিয়ে রেখে চলে যায় আততায়ী৷
advertisement
যদিও কেন তাঁর ছেলেকে কেউ এ ভাবে খুন করবে, সে বিষয়ে অন্ধকারে ওই ছাত্রের বাবা-মাও৷ তবে ওই ছাত্রের বাবা পুলিশকে জানিয়েছেন, কয়েকদিন আগে স্কুলে যাওয়ার সময় স্কুলেরই এক সিনিয়র ছাত্রের সঙ্গে বিবাদ হয়েছিল৷ নিহত ছাত্রের বাবা-মা ছাড়াও স্কুলের সহপাঠীদের সঙ্গেও কথা বলছে পুলিশ৷ খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ৷ যদিও ছেলের খুনের সঙ্গে ওই ঘটনারই যোগ রয়েছে, সে বিষয়ে নিশ্চিত নন ওই ছাত্রের বাবা৷
advertisement
এ দিন নিহত ছাত্রের বাড়িতে যান চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি৷ নিহত ছাত্রের বাবা মায়ের সঙ্গে দেখা করেন তিনি৷ ঘটনাস্থলে যায় ফরেন্সিক দলও৷ যে ঘরে শিশুটিকে খুন করা হয়, সেই ঘরটিও সিল করে দিয়েছে পুলিশ৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Konnagar child murder: ছুরি, ইট, গণেশের মূর্তি দিয়ে আঘাত! কোন্ননগরে বাড়িতেই খুন ৮ বছরের বালক, কারণ ঘিরে রহস্য
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement