গভীর রাতে এসে থামল কালো গাড়ি, পর পর লুটিয়ে পড়ল কুড়িটি পথ কুকুর! তেলঙ্গানায় ভয়ঙ্কর কাণ্ড
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
শুক্রবার সকালে পোন্নাকাল গ্রামের বাসিন্দারা দেখেন, রাস্তায় একের পর এক কুকুরের রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে৷
মেহবুবনগর, তেলঙ্গানা: গুলি করে একসঙ্গে কুড়িটি পথকুকুরকে খুন করল এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী৷ তেলঙ্গনারা মেহবুবনগর জেলায় বৃহস্পতিবাররাতে এই নৃশংস ঘটনাটি ঘটেছে৷
সংবাদসংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, শুক্রবার সকালে পোন্নাকাল গ্রামের বাসিন্দারা দেখেন, রাস্তায় একের পর এক কুকুরের রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে৷ আরও বেশ কয়েকটি কুকুর আহত অবস্থায় পড়েছিল৷ দেখা যায়, প্রতিটি কুকুরের শরীরেই বুলেট বিদ্ধ হয়েছে৷
advertisement
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ৷ প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, কুকুরগুলিকে বন্দুক থেকেই গুলি করা হয়৷ এমন নয় যে তাদের ছররা বন্দুক থেকে গুলি করা হয়েছে৷ যদিও ময়নাতদন্তের পরই এ বিষয়ে আরও নিশ্চিত হতে পারবে পুলিশ৷
যদিও পুলিশকে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বৃহস্পতিবার রাত দেড়টা থেকে আড়াইটের মধ্যে একটি গাড়িতে করে এক ব্যক্তি ওই এলাকায় আসে৷ এর পর একের পর এক কুকুরকে গুলি করতে থাকে সে৷
advertisement
ঘটনার পর স্থানীয় পঞ্চায়েতের এক সদস্য পুলিশে অভিযোগ দায়ের করেন৷ ভারতীয় দণ্ডবিধির ৪২৯ ধারা (প্রাণীদের উপর নিষ্ঠুরতা) সহ একাধিক ধারায় পুলিশ মামলা করেছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 17, 2024 3:56 PM IST