Mithun Chakraborty diebetes tips: 'যদি ভাবেন মিষ্টি না খেলেই সুগার কমবে...', তাঁর মতো ডায়াবেটিকদের কী পরামর্শ দিলেন মিঠুন?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Onkar Sarkar
Last Updated:
গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ফোন করে মিঠুনের শারীরিক পরিস্থিতির খোঁজ নেন৷
কলকাতা: আচমকাই তাঁর অসুস্থ হওয়ার খবরে উদ্বেগ ছড়িয়েছিল অনুরাগীদের মধ্যে৷ হাসপাতালের পক্ষ থেকেও বিবৃচতি দিয়ে জানানো হয়েছিল, স্ট্রোকে আক্রান্ত হয়েছেন মিঠুন চক্রবর্তী৷ শেষ পর্যন্ত আজ হাসপাতাল থেকে ছুটি পেয়ে বেরনোর সময় মিঠুন অবশ্য দাবি করলেন, একেবারে ঠিক আছেন তিনি৷ যত গন্ডগোলের মূলে রয়েছে তাঁর অনিয়ন্ত্রিত খাওয়া দাওয়ার অভ্যাস৷
মহাগুরুর দাবি, লোভে পড়ে বিভিন্ন ধরনের খাবার খেয়ে ফেলাতেই তাঁর ব্লাড সুগার লেভেল বেড়ে গিয়েছিল৷ আর সেই কারণেই হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে৷
নিজে হাসপাতালে ভর্তি হয়ে অবশ্য অন্যান্য ডায়াবেটিসের রোগীদেরও পরামর্শ দিয়েছেন মিঠুন৷ এ দিন হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর মিঠুন বলেন, যাদের ডায়াবেটিস আছে ভাববেন না যে মিষ্টি না খেলেই সুগার কমবে৷ খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করাটাই আসল৷
advertisement
advertisement
ব্লাড সুগারের রোগীদের মিঠুনের আরও পরামর্শ, ইনস্যুলিনকে ভয় পাবেন না৷ ইনস্যুলিন সবথেকে নিরাপদ ওষুধ৷ ইনস্যুলিন নিলে আপনার শরীর ভাল থাকবে৷ আর খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করুন৷
মিঠুন অবশ্য এ দিন অকপটেই স্বীকার করেছেন, ভোজন রসিক হয়েই বিপদে পড়েছেন তিনি৷ নিজেই নিজেকে রাক্ষস বলেও মজা করেন তিনি৷ তাঁর কথায়, আমি আসলে গ্রোগ্রাসে খাই৷ মুম্বাইতে, বেঙ্গালুরুতে যা যা পাই না এখানে এলেই খেয়ে নিই৷ তাতেই সুগার বেড়ে গিয়েছিল৷ আমার সমস্যা হয়েছে খাওয়াতে, আমি রাক্ষস৷
advertisement
গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ফোন করে মিঠুনের শারীরিক পরিস্থিতির খোঁজ নেন৷ নিয়ম মেনে না চলার জন্য প্রধানমন্ত্রীর বকুনিও খেতে হয়েছে বলে জানিয়েছেন মিঠুন৷ মোদির সঙ্গে কথোপকথন প্রসঙ্গে মিঠুন বলেন, সব কথা তো বাইরে বলতে পারব না৷ তবে একটু বকা খেলাম৷
অনুরাগীদের আশ্বস্ত করে মিঠুন অবশ্য দাবি করেছেন, তিনি এখন সম্পূর্ণ সুস্থ৷ তাঁর খুব গুরুতর সমস্যা হয়নি বলেও দাবি করেছেন মিঠুন৷ তাঁর পাল্টা প্রশ্ন, ‘তা না হলে কি এত তাড়াতাড়ি ছাড়া পেতাম?’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 12, 2024 6:36 PM IST