Mithun Chakraborty diebetes tips: 'যদি ভাবেন মিষ্টি না খেলেই সুগার কমবে...', তাঁর মতো ডায়াবেটিকদের কী পরামর্শ দিলেন মিঠুন?

Last Updated:

গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ফোন করে মিঠুনের শারীরিক পরিস্থিতির খোঁজ নেন৷

সুস্থ হযে উঠলেন মিঠুন চক্রবর্তী৷
সুস্থ হযে উঠলেন মিঠুন চক্রবর্তী৷
কলকাতা: আচমকাই তাঁর অসুস্থ হওয়ার খবরে উদ্বেগ ছড়িয়েছিল অনুরাগীদের মধ্যে৷ হাসপাতালের পক্ষ থেকেও বিবৃচতি দিয়ে জানানো হয়েছিল, স্ট্রোকে আক্রান্ত হয়েছেন মিঠুন চক্রবর্তী৷ শেষ পর্যন্ত আজ হাসপাতাল থেকে ছুটি পেয়ে বেরনোর সময় মিঠুন অবশ্য দাবি করলেন, একেবারে ঠিক আছেন তিনি৷ যত গন্ডগোলের মূলে রয়েছে তাঁর অনিয়ন্ত্রিত খাওয়া দাওয়ার অভ্যাস৷
মহাগুরুর দাবি, লোভে পড়ে বিভিন্ন ধরনের খাবার খেয়ে ফেলাতেই তাঁর ব্লাড সুগার লেভেল বেড়ে গিয়েছিল৷ আর সেই কারণেই হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে৷
নিজে হাসপাতালে ভর্তি হয়ে অবশ্য অন্যান্য ডায়াবেটিসের রোগীদেরও পরামর্শ দিয়েছেন মিঠুন৷ এ দিন হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর মিঠুন বলেন, যাদের ডায়াবেটিস আছে ভাববেন না যে মিষ্টি না খেলেই সুগার কমবে৷ খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করাটাই আসল৷
advertisement
advertisement
ব্লাড সুগারের রোগীদের মিঠুনের আরও পরামর্শ, ইনস্যুলিনকে ভয় পাবেন না৷ ইনস্যুলিন সবথেকে নিরাপদ ওষুধ৷ ইনস্যুলিন নিলে আপনার শরীর ভাল থাকবে৷ আর খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করুন৷
মিঠুন অবশ্য এ দিন অকপটেই স্বীকার করেছেন, ভোজন রসিক হয়েই বিপদে পড়েছেন তিনি৷ নিজেই নিজেকে রাক্ষস বলেও মজা করেন তিনি৷ তাঁর কথায়, আমি আসলে গ্রোগ্রাসে খাই৷ মুম্বাইতে, বেঙ্গালুরুতে যা যা পাই না এখানে এলেই খেয়ে নিই৷ তাতেই সুগার বেড়ে গিয়েছিল৷ আমার সমস্যা হয়েছে খাওয়াতে, আমি রাক্ষস৷
advertisement
গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ফোন করে মিঠুনের শারীরিক পরিস্থিতির খোঁজ নেন৷ নিয়ম মেনে না চলার জন্য প্রধানমন্ত্রীর বকুনিও খেতে হয়েছে বলে জানিয়েছেন মিঠুন৷ মোদির সঙ্গে কথোপকথন প্রসঙ্গে মিঠুন বলেন, সব কথা তো বাইরে বলতে পারব না৷ তবে একটু বকা খেলাম৷
অনুরাগীদের আশ্বস্ত করে মিঠুন অবশ্য দাবি করেছেন, তিনি এখন সম্পূর্ণ সুস্থ৷ তাঁর খুব গুরুতর সমস্যা হয়নি বলেও দাবি করেছেন মিঠুন৷ তাঁর পাল্টা প্রশ্ন, ‘তা না হলে কি এত তাড়াতাড়ি ছাড়া পেতাম?’
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mithun Chakraborty diebetes tips: 'যদি ভাবেন মিষ্টি না খেলেই সুগার কমবে...', তাঁর মতো ডায়াবেটিকদের কী পরামর্শ দিলেন মিঠুন?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement