Mithun Chakraborty Latest Update: '১৯ তারিখ থেকে শ্যুটিং শুরু করব, আবার কালও করতে পারি', হাসপাতাল থেকে ছাড়া পেয়েই বড় চমক দিলেন মিঠুন

Last Updated:

Mithun Chakraborty Latest Update: তিন দিনের মাথায় হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মিঠুন চক্রবর্তী জানালেন, ভাল আছি এখন। কোনও সমস্যা নেই। এখানে এসে একটু বেশি খেয়ে ফেলেছিলাম । সুগার বেড়ে গিয়েছিল। তবে খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করতে বলেছেন ডাক্তার।

হাসপাতাল থেকে ছাড়া পেয়েই বড় চমক দিলেন মিঠুন
হাসপাতাল থেকে ছাড়া পেয়েই বড় চমক দিলেন মিঠুন
হাসপাতাল থেকে তিন দিনের মাথাতেই ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী। চিকিৎসকরা অভিনেতার শারীরিক সংক্রান্ত বিভিন্ন রিপোর্ট খতিয়ে দেখেই এই সিদ্ধান্তে নিয়েছেন৷ হাসপাতাল থেকে তিন দিনের মাথাতেই ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী। চিকিৎসকরা অভিনেতার শারীরিক সংক্রান্ত বিভিন্ন রিপোর্ট খতিয়ে দেখেই এই সিদ্ধান্তে নিয়েছেন৷ আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল মহাগুরুর৷ তবে চিকিৎসকেরা অভিনেতাকে বিশ্রামে এবং চাপমুক্ত থাকার পরামর্শ দিয়েছেন৷
তিন দিনের মাথায় হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মিঠুন চক্রবর্তী জানালেন,
ভাল আছি এখন। কোনও সমস্যা নেই। এখানে এসে একটু বেশি খেয়ে ফেলেছিলাম । সুগার বেড়ে গিয়েছিল। তবে খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করতে বলেছেন ডাক্তার। যাদের ডায়াবেটিস আছে তাদের বলতে চাই, তারা কখনওই ভাববেন না মিষ্টি না খেলে আপনার কিছু হবে না। সব সমস্যা খাওয়াতে। খাওয়া-দাওয়া নিয়ন্ত্রণ করুন। প্রধানমন্ত্রী যা বলেছেন সবটা বলতে পারব না। বকা খেলাম প্রধানমন্ত্রীর থেকে।
advertisement
লোকসভা ভোটে প্রার্থী হবেন?
না। আমি যদি প্রার্থী হই তাহলে ৪২ টা সিটে কি হবে?
advertisement
প্রচারের ময়দানে পাওয়া যাবে?
একদম। ১ তারিখ থেকে লাগাতার। বিজেপির হয়েই করব। আমি আর কোনও পার্টি করি? আমাদের রাজ্যের বাইরে অন্য রাজ্যে যদি ডাকে সেখানেও যাব।
advertisement
সন্দেশখালির ঘটনা শুনেছেন?
আমি শুধু এইটুকু বলতে চাই, ‘The time has come. People must rise. যা হচ্ছে Is not acceptable.’
দেব আবার ফেরত এসেছেন বলছেন মানুষের জন্য কাজ করবেন?
দেব এসেছিল আমার সঙ্গে দেখা করতে। আমি রাজনৈতিক কোনও কথা বলি না। খুব বুদ্ধিমান ছেলে দেব। ভাল ছেলে। জেনুইন ছেলে। তবে রাজনৈতিকভাবে নো কমেন্টস।
advertisement
কবে থেকে শুটিং করবেন?
শ্যুটিং শুরু করব ১৯ তারিখ থেকে। দুটো দিন নষ্ট হয়ে গেল। আমি কাল থেকেও কাজ করতে পারি, এটা আমার চয়েজ।
শুভেন্দু অধিকারী-সহ বিধায়কদের আটকে দেওয়া হয়েছে সন্দেশখালি যেতে?
আটকালে কি হবে? ওকে আটকালে ও ভেঙেচুরে বেরিয়ে যাবে। শুভেন্দু দা ভেরি স্ট্রং লিডার। শুভেন্দু দাকে আটকানো মুশকিল আছে। এখন আটকাবে কালকে আবার বেরিয়ে যাবে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mithun Chakraborty Latest Update: '১৯ তারিখ থেকে শ্যুটিং শুরু করব, আবার কালও করতে পারি', হাসপাতাল থেকে ছাড়া পেয়েই বড় চমক দিলেন মিঠুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement