TMC leader Murder: মাদক খাইয়ে পিটিয়ে খুন তৃণমূল নেতাকে ... ভোটের পরে তুমুল উত্তপ্ত বাংলা, 'বড়' অভিযোগ স্ত্রীর

Last Updated:

বুধবার সন্ধ্যায় বাড়ির অদূরে অচেতন অবস্থায় ওই তৃণমূল নেতাকে উদ্ধার করা হয়। শওকত বলেন, “রবীন্দ্রনাথের সঙ্গে কারও রাজনৈতিক বিবাদ ছিল না। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।”

অনুপ বিশ্বাস, ক্যানিং পূর্ব, জীবনতলা: তৃণমূল নেতাকে খুন করার অভিযোগ জীবনতলায়। দক্ষিণ ২৪ পরগনা জেলার জীবনতলা থানার ৭ নম্বর গ্রামের ঘটনা। মৃতের নাম রবীন্দ্রনাথ মণ্ডল। তিনি স্থানীয় ২১৮ নম্বর বুথের তৃণমূলের সম্পাদক ছিলেন। মাদক খাইয়ে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। পরিবারের সদস্যেরা দুই প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ করছেন।  টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে বিবাদ ছিল বলে অভিযোগ। জীবনতলা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তদন্ত শুরু হয়েছে।
খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা ঘটনাস্থলে পৌঁছন। পরিবারের পাশে থাকার বার্তা দেন। পাশাপাশি খুনের সঠিক কারণ তদন্ত করতে পুলিশকে নির্দেশ দেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
বুধবার সন্ধ্যায় বাড়ির অদূরে অচেতন অবস্থায় ওই তৃণমূল নেতাকে উদ্ধার করা হয়। শওকত বলেন, “রবীন্দ্রনাথের সঙ্গে কারও রাজনৈতিক বিবাদ ছিল না। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।”
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC leader Murder: মাদক খাইয়ে পিটিয়ে খুন তৃণমূল নেতাকে ... ভোটের পরে তুমুল উত্তপ্ত বাংলা, 'বড়' অভিযোগ স্ত্রীর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement