অমিত শাহকে নিশানা করে তোপ দাগলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷
বীরভূমের সাঁইথিয়াতে শনিবার অনুব্রত মন্ডলের জনসভা ছিল৷ সেখানেই এনআরসি, সিএএ- প্রসঙ্গে বলতে গিয়ে অমিত শাহের প্রসঙ্গ উঠে আসে৷ সেখানেই অমিত শাহ সম্বন্ধে ঝাঁঝালো মন্তব্য করেন অনুব্রত মন্ডল৷
ঠিক কী বলেছেন অনুব্রত? তৃণমূল নেতার কথায়, ‘‘ শাহ দেখতে ভয়ংকর। নিজের চেহারা নিজে কোনও দিনও আয়নাতে দেখেছেন কিনা জানি না। কোনও বাচ্চা ছেলে যদি অন্ধকারে অমিত শাহকে দেখে ফেলে তাহলে পড়ে যাবে৷’’
অনেকেই এই মন্তব্য শুনে বলেছেন এবার ফেসবুকে নতুন ট্রোল হবে অনুব্রত মণ্ডলের এই মন্তব্য নিয়ে৷ এই মন্তব্য ভাইরাল হতে পারে মনে করছেন একদল মানুষ। তবে যে যাই বলুক, অনুব্রত মণ্ডল রয়েছেন স্বমহিমায়৷
বক্তব্য প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘‘ঠিকই বলেছি৷ অমিত শাহ ভয়ঙ্কর, অন্ধকারে বাচ্চারা দেখলে ভয় পেয়ে যাবে৷’’
Supratim Das
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amit Shah, Anti CAA rally, Anubrata Mandal, Birbhum, CAA, TMC