‘অমিত শাহকে দেখলে বাচ্চারা ভয় পেয়ে যাবে’, বীরভূমের সভায় মন্তব্য অনুব্রতর
- Published by:file 18 user
Last Updated:
অনেকেই এই মন্তব্য শুনে বলেছেন এবার ফেসবুকে নতুন ট্রোল হবে অনুব্রত মণ্ডলের এই মন্তব্য নিয়ে৷ এই মন্তব্য ভাইরাল হতে পারে মনে করছেন একদল মানুষ।
অমিত শাহকে নিশানা করে তোপ দাগলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷
বীরভূমের সাঁইথিয়াতে শনিবার অনুব্রত মন্ডলের জনসভা ছিল৷ সেখানেই এনআরসি, সিএএ- প্রসঙ্গে বলতে গিয়ে অমিত শাহের প্রসঙ্গ উঠে আসে৷ সেখানেই অমিত শাহ সম্বন্ধে ঝাঁঝালো মন্তব্য করেন অনুব্রত মন্ডল৷
ঠিক কী বলেছেন অনুব্রত? তৃণমূল নেতার কথায়, ‘‘ শাহ দেখতে ভয়ংকর। নিজের চেহারা নিজে কোনও দিনও আয়নাতে দেখেছেন কিনা জানি না। কোনও বাচ্চা ছেলে যদি অন্ধকারে অমিত শাহকে দেখে ফেলে তাহলে পড়ে যাবে৷’’
advertisement
advertisement
অনেকেই এই মন্তব্য শুনে বলেছেন এবার ফেসবুকে নতুন ট্রোল হবে অনুব্রত মণ্ডলের এই মন্তব্য নিয়ে৷ এই মন্তব্য ভাইরাল হতে পারে মনে করছেন একদল মানুষ। তবে যে যাই বলুক, অনুব্রত মণ্ডল রয়েছেন স্বমহিমায়৷
বক্তব্য প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘‘ঠিকই বলেছি৷ অমিত শাহ ভয়ঙ্কর, অন্ধকারে বাচ্চারা দেখলে ভয় পেয়ে যাবে৷’’
advertisement
Supratim Das
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 29, 2020 8:23 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
‘অমিত শাহকে দেখলে বাচ্চারা ভয় পেয়ে যাবে’, বীরভূমের সভায় মন্তব্য অনুব্রতর