মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য! ISF-এর বিরুদ্ধে ভাঙড়ে তৃণমূলের মহিলা কর্মীদের ধিক্কার মিছিল, নেতৃত্ব দিলেন কে জানেন?

Last Updated:

হাজার হাজার মহিলা তৃণমূল কর্মীর ধিক্কার মিছিল ভাঙড়ে। রবিবার বিকালে ভাঙড় কলেজ মোড় থেকে কাঠালিয়া পর্যন্ত মিছিলের নেতৃত্ব দেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা।

ভাঙড়ে তৃণমূল মহিলা কর্মীদের বিক্ষোভ মিছিল
ভাঙড়ে তৃণমূল মহিলা কর্মীদের বিক্ষোভ মিছিল
ভাঙড়, দক্ষিণ ২৪ পরগণা, কল্যাণ মণ্ডল: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে এবার পথে নামলেন বাংলার মহিলারাই। হাজার হাজার মহিলা তৃণমূল কর্মীর ধিক্কার মিছিল ভাঙড়ে। রবিবার বিকালে ভাঙড় কলেজ মোড় থেকে কাঠালিয়া পর্যন্ত প্রায় ১৫ হাজার মহিলা তৃণমূল কর্মী ও নেতৃত্বের ধিক্কার মিছিল হয়। মিছিলের নেতৃত্ব দেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা।
আরও পড়ুনঃ ১২ বছরের সহবাস সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন! লিভ-ইন সঙ্গীর চোখে… রক্তাক্ত পরিণতি রাজপুরে
কয়েকদিন আগে ওয়াকফ বিলের প্রতিবাদে গ্রেফতার হয়েছিলেন ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকী। বিধায়কের মুক্তির দাবিতে বাংলার বিভিন্ন প্রান্তের মিছিল হয়। তেমনই ভাঙড়েও আইএসএফ-এর কর্মী সমর্থকেরা মিছিল করেন। অভিযোগ, সেই মিছিল থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করেন বেশ কিছু আইএসএফ মহিলা কর্মী।
advertisement
আরও পড়ুনঃ বন্ধ ওভারব্রিজ! প্ল্যাটফর্মে দাঁড়ানো মালগাড়ির নিচে… বারুইপুর স্টেশনে ভয়ঙ্কর দৃশ্য
তারই প্রতিবাদে এদিনের এই ধিক্কার মিছিল। ‘ISF ছিঃ ছিঃ’র মতো একাধিক পোস্টার হাতে মিছিলে হাঁটেন তৃণমূলের হাজার হাজার মহিলা কর্মী। স্লোগান তুলে গলা ফাটানোর পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে আঙুল তুললে সেই আঙুল ভেঙে দেওয়া হবে বলেও হুঙ্কার দেন শাসক দলের বিধায়ক শওকত মোল্লা।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য! ISF-এর বিরুদ্ধে ভাঙড়ে তৃণমূলের মহিলা কর্মীদের ধিক্কার মিছিল, নেতৃত্ব দিলেন কে জানেন?
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement