Abhishek Banerjee: কাঁথিতে অভিষেকের বহু প্রতীক্ষিত সভা, আমন্ত্রিত নন দুই সাংসদ
- Published by:Debamoy Ghosh
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
বিয়েবাড়ি নয়, রাজনৈতিক সভা, রাজনৈতিক কৃতজ্ঞতা থাকলে আসা উচিত, কটাক্ষ কুণালে।
#কাঁথি: ২০২১ সালের বিধানসভা ভোটের পর পর তৃতীয় বার শিশির-শুভেন্দু অধিকারীর গড় কাঁথিতে সভা করতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
দলের লক্ষ্য অন্তত ১ লক্ষ লোক দিয়ে কাঁথির প্রভাত কুমার কলেজের মাঠ ভরানো। তবে ওই সভায় আমন্ত্রিত নন কাঁথিরই সাংসদ শিশির অধিকারী। দলের তরফে ডাক পাননি শিশির-পুত্র তথা তমলুকের সাংসদ দিব্যেন্দুও।
এ নিয়ে প্রশ্ন করতে রাখঢাক না করে দলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, "এটা বিয়েবাড়ির আমন্ত্রণ নয়। যারা তৃণমূল কংগ্রেসের নাম করে ভোট চেয়েছেন, যারা জোড়া ফুলের প্রতীকে জিতেছেন তাদের রাজনৈতিক কৃতজ্ঞতা থাকলে এই সভায় যোগ দেওয়া উচিত।"
advertisement
advertisement
অভিষেকের সভাস্থল থেকে ঢিল ছোড়া দূরত্বে শিশির-দিব্যেন্দুর বাড়ি ‘শান্তিকুঞ্জ’। সেখানে অবশ্য সভার দিন যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রাখছে জেলা প্রশাসন।
২০২১ সালের বিধানসভা ভোটের প্রচারে এসে কাঁথি থেকেই অধিকারী পরিবারকে নিশানা করেছিলেন অভিষেক। গত ১বছরে বারবার একে অন্যকে বিঁধেছেন তাঁরা। আর ততই তৃণমূল থেকে দূরত্ব বেড়েছে শিশির এবং দিব্যেন্দুর। এমন কি, বিজেপির সভায় উপস্থিত থাকার পর শিশিরের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনকে হাতিয়ার করে অভিযোগ করেছেন তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।
advertisement
তবে ক’দিন আগে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর ‘সৌজন্য সাক্ষাৎ’-এর পর বরফ গলার সম্ভাবনা দেখছিলেন অনেকে। তবে সৌজন্য আর রাজনীতির লড়াই যে এক নয় তা বুঝিয়ে দেওয়া হয়েছে দুই তরফেই। পূর্ব মেদিনীপুরের দায়িত্বে থাকা নেতা কুণাল ঘোষ জানিয়েছেন, তৃণমূলের নেতাকর্মীরা রাজনৈতিক সৌজন্য দেখাবে। আমরা সভা থেকে দলের কথা বলব। তবে এটা তো রাজনৈতিক সভা। তাই বিরোধী দলনেতার নানা কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের সোচ্চার প্রতিবাদ তো থাকবেই।
advertisement
তৃণমূল জেলা নেতৃত্বের কটাক্ষ, ‘‘বিধানসভা নির্বাচন থেকে রাষ্ট্রপতি নির্বাচন, সমস্ত জায়গায় দলের দুই সাংসদ দলের বিরোধিতাই করে গিয়েছেন। তাই এই সভায় আর সৌজন্য দেখিয়ে দুই সাংসদকে আমন্ত্রণ জানাব না।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 03, 2022 9:33 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee: কাঁথিতে অভিষেকের বহু প্রতীক্ষিত সভা, আমন্ত্রিত নন দুই সাংসদ