TMC: সাগরদিঘির পর ফের মুখ পুড়ল সেই মুর্শিদাবাদে! যোগদানের কেউ নেই, ব্যানারই খুলে ফেলতে হল তৃণমূল নেতাদের
- Published by:Debamoy Ghosh
Last Updated:
খড়গ্রাম: মুর্শিদাবাদই যেন এখন তৃণমূলের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে৷ প্রথমে সাগরদিঘি উপনির্বাচনে হার৷ তার কয়েকদিনের মধ্যেই শনিবার খড়গ্রামে কয়েক হাজার তৃণমূল কর্মী শাসক দল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন৷
তার পাল্টা সভা করতে গিয়েও মুখ পুড়ল শাসক দলের৷ শনিবার খড়গ্রামের যে মাঠে অধীর রঞ্জন চৌধুরী সভা করেছিলেন, সেই মাঠেই রবিবার পাল্টা সভার আয়োজন করে শাসক দল৷ নগর পীরতলার এই মাঠে সভার মূল উদ্দেশ্যই ছিল কংগ্রেসে ভাঙন ধরিয়ে পাল্টা তৃণমূলে যোগদান করানো৷ সেকথা জানিয়ে সভা মঞ্চে ব্যানারও টাঙানো হয়৷
advertisement
advertisement
কিন্তু সভা শুরু হওয়ার পরই বিপাকে পড়েন তৃণমূল নেতারা৷ কারণ, তৃণমূলে যোগ দেওয়ার জন্য কংগ্রেস বা অন্য কোনও দল থেকেই কেউ সভায় আসেননি৷ বলা ভাল, কংগ্রেসে ভাঙন ধরানোর লক্ষ্যে ব্যর্থই হন স্থানীয় তৃণমূল নেতারা৷ বাধ্য হয়ে সভার মাঝখানেই সেই ব্যানার খুলে ফেলা হয়৷ কোনওরকম ব্যানার ছাড়াই কোনওমতে সভার কাজ শেষ করেন তৃণমূল নেতারা৷
advertisement
খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিত অবশ্য দাবি করেন, 'সভায় লোক বেশি হওয়ার কারণে যোগদান করানোর জায়গা পাওয়া যায়নি তাই ব্যানার খুলে ফেলেছি, পরে কোনও একটি দিন ধার্য করে যোগদান করানো হবে।'
advertisement
অন্যদিকে সভা শুরুর সময় মাঠ কানায় কানায় ভর্তি থাকা সত্ত্বেও জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান বক্তব্য রাখাকালীন কর্মীরা উঠে চলে যান। যদিও তৃণমূল বিধায়কের এই দাবিকে মানতে চাননি এলাকার কংগ্রেস নেতৃত্ব৷ তাঁদের দাবি, সভায় যাওয়ার জন্য তৃণমূল নেতারা চাপ দিলেও তা উপেক্ষা করেছেন স্থানীয় বাসিন্দারা৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,West Bengal
First Published :
Mar 20, 2023 5:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC: সাগরদিঘির পর ফের মুখ পুড়ল সেই মুর্শিদাবাদে! যোগদানের কেউ নেই, ব্যানারই খুলে ফেলতে হল তৃণমূল নেতাদের










