কলকাতা: দাদা অজিত বন্দ্যোপাধ্যায় ইস্টবেঙ্গলের কর্তা৷ ভাই বাবুন যুক্ত মোহনবাগান ক্লাবের সঙ্গে৷ কিন্তু তিনি নিজে কোন দলের সমর্থক, তা সবার সামনে ফাঁস করতে চাইলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দাবি করলেন তিনি আসলে বাংলার তিন প্রধানেরই সমর্থক৷
আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর মোহনবাগানকে সংবর্ধনা দিতে এ দিন ক্লাব তাঁবুতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানেই তাঁর এবং নিজের পরিবারের ফুটবল প্রেমের গল্প শোনান মুখ্যমন্ত্রী৷ আর এই প্রসঙ্গেই নিজের দাদা অজিত বন্দ্যোপাধ্যায়ের ফুটবলের প্রতি ভালবাসা নিয়ে বাড়ির অন্দরের গল্প শোনালেন মুখ্যমন্ত্রী৷ একই সঙ্গে তিনি ফাঁস করে দিলেন, ইস্টবেঙ্গলের কর্তা হলেও দাদা অজিত বন্দ্যোপাধ্যায় আসলে মোহনবাগান সমর্থক৷
আরও পড়ুন: ব্রাজিলের সঙ্গে এবার খেলবে মোহনবাগান? মমতার 'ইচ্ছে'তে বিরাট জল্পনা শুরু বাংলায়
মুখ্যমন্ত্রী এ দিন বলেন, আমার দাদা ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে যুক্ত৷ কিন্তু ও মোহনবাগানেরই সমর্থক৷ ও এমন ফুটবল পাগল যে আমাদের বাড়িতেই ভাঙন ধরতে বসেছিল৷ একদিন ওঁর বউ এসে বলল, আমি ডিভোর্স দিয়ে দেব৷ এত ফুটবল ফুটবল করে সারাদিন, বাড়িতে সময়ই দেয় না৷
তবে শুধু দাদা নয়, তাঁর গোটা পরিবারেরই যে নিখাদ ফুটবল এবং মোহনবাগান প্রেম রয়েছে, তাও জানিয়েছেন মমতা৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ছোটবেলায় তাঁর মা মোহনবাগানের খেলার দিন পুজো দিতেন৷ আবার তাঁর বাবা স্বাধীনতার আগে কালীঘাটে তাঁর পাড়ার ক্লাব মিলন সংঘের সঙ্গে যুক্ত ছিলেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন জানিয়েছেন, তিনি চান মোহনবাগান আন্তর্জাতিক স্তরেও সাফল্য পাক মোহনবাগান৷ তবে এ দিন পড়শি ক্লাব ইস্টবেঙ্গলের ব্যর্থতা নিয়েও হতাশা প্রকাশ করতে যায় মুখ্যমন্ত্রীকে৷ তিনি অবশ্য জানিয়েছেন, দল গঠনে দেরি হয়েছে বলেই পিছিয়ে পড়েছে মশাল বাহিনী৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mamata Banerjee, Mohun Bagan