Tmc Bjp: তৃণমূল-CPIM-এ ভাঙন ধরাল বিজেপি! নতুন বছরের শুরুতেই বড় চমক
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Tmc Bjp: বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের গোবিন্দধামে একটি দলীয় কর্মসূচীতে হাজির ছিলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়।
প্রিয়ব্রত গোস্বামী, বাঁকুড়া: তৃণমূল ও সিপিএম ছেড়ে লকেট চট্টোপাধ্যায়ের হাত ধরে একশো পরিবার যোগ দিল বিজেপিতে। নৈতিক বিচ্যুতি বলছে তৃণমূল। লোকসভা নির্বাচনের মুখে ভাঙন তৃণমূল ও সিপিএম। দু’দল ছেড়ে প্রায় একশোটি পরিবার যোগ দিল বিজেপিতে। বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের গোবিন্দধাম এলাকায় দলীয় একটি কর্মসূচিতে দলের নবাগতদের হাতে বিজেপির পতাকা তুলে দেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়।
গতকাল বিকালে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের গোবিন্দধামে একটি দলীয় কর্মসূচীতে হাজির ছিলেন হুগলীর সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এই কর্মসূচীতেই তৃণমূল পরিচালিত বিষ্ণুপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতি শমিক পাল ও সিপিএম-এর প্রাক্তন লোকাল কমিটির সদস্য দয়াময় সিংহর নেতৃত্বে গোবিন্দধাম এলাকার প্রায় একশোটি পরিবার বিজেপিতে যোগ দেন।
advertisement
advertisement
এদিন তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া বিষ্ণুপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতির দাবি তৃণমূলের কোনও নৈতিকতা নেই। কয়লা চোর বালি চোরে তৃণমূল ভরে গেছে। সেই চোরেদের দলে না থেকে জাতীয়তাবাদী ভাবনায় উদ্বুদ্ধ হয়ে বিজেপিতে যোগদান করছেন। তৃণমূলের পাল্টা দাবি, বিজেপির সঙ্গে তৃণমূলের নীতিগত লড়াই রয়েছে। দলের অন্দরে কারো ক্ষোভ থাকলে তা দলেই জানানো যেত। তা না করে কেউ বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত নিলে তা আসলে নৈতিক বিচ্যুতি ছাড়া আর কিছুই নয়।
advertisement
অন্যদিকে, সিপিএম থেকে বিজেপিতে যোগ দেওয়া লোকাল কমিটির প্রাক্তন সদস্য দয়াময় সিংহর দাবি যেভাবে প্রধানমন্ত্রী ও অমিত শাহর নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে তাতেই উদ্বুদ্ধ হয়ে তিনি বিজেপিতে যোগদান করছেন। তৃণমূল এবং সিপিএম-এর থেকে এই যোগদানের ফলে বিজেপি শক্তিশালী হবে বলে দাবি সাংসদ সৌমিত্র খাঁয়ের। এই যোগদানে ভোটবাক্সে কোনও প্রভাব পড়বে না বলেই দাবি তৃণমূল কংগ্রেস।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 05, 2024 9:54 AM IST