Kharagpur Rape Allegation: ধর্ষণের অভিযোগের মীমাংসা করতে ডেকে গণধর্ষণ করালেন কাউন্সিলর! পার্টি অফিসের ভিতরে নির্যাতনের অভিযোগ

Last Updated:

পুলিশ অভিযুক্ত প্রেমিক এস অরবিন্দ রাওকে গ্রেফতার করলেও অভিযুক্ত কাউন্সিলর মুকেশ হুমনে বা প্রেমিকের বন্ধুকে গ্রেফতার করেনি বলে অভিযোগ৷

তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ৷
তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ৷
#শঙ্কর রাই, খড়্গপুর: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ করেছিলেন প্রেমিকের বিরুদ্ধে। সেই অভিযোগ মীমাংসা করার নামে ওই নির্যাতিতাকেই স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে গণধর্ষণ করা হল৷ এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে খড়্গপুর পুরসভার এক কাউন্সিলরের বিরুদ্ধে৷ যদিও অভিযুক্ত কাউন্সিলর মুকেশ হুমনেকে এখনও গ্রেফতার করেনি পুলিশ৷
নির্যাতিতা তরুণীর অভিযোগ অনুযায়ী, ঘটনাটি ঘটে গত তিন মাস আগে৷ কিন্তু এতদিন ভয়ে মুখ খোলেননি তিনি৷ কারণ বিষয়টি জানাজানি হলে ওই কাউন্সিলরই তাঁকে প্রাণে মারার হুমকি দিয়েছিলেন বলেও অভিযোগ৷
advertisement
নির্যাতিতা তরুণী জানিয়েছেন, পাঁচ বছর আগে তাঁর স্বামীর মৃত্যু হয়৷ এর পরেই খড়্গপুর শহরে নিজের বাপের বাড়িতে আশ্রয় নেন তিনি৷ সেখানেই এস অরবিন্দ রাও নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাঁর৷ এর পরেই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই যুবক তাঁকে একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ৷ সেই অভিযোগের কথা জানতে পেরে বিষয়টি মীমাংসা করার কথা জানান বিজেপি থেকে জিতে তৃণমূলে আসা কাউন্সিলর মুকেশ হুমনে৷
advertisement
নির্যাতিতার অভিযোগ, গত ২৫ জুলাই দুপুর তিনটের সময় ওই তরুণীকে খড়্গপুরের বড় আয়মার এলাকার পার্টি অফিসে ডাকেন ওই কাউন্সিলর৷ সেখানে ওই কাউন্সিলর ছাড়াও অভিযুক্ত প্রেমিক এবং তার এক বন্ধুও ছিল৷ এর পর তিন জন মিলে পার্টি অফিসের মধ্যেই তরুণীকে গণধর্ষণ করে বলে অভিযোগ৷
advertisement
ঘটনার পরই খড়্গপুর টাউন থানায় অভিযোগ জানান ওই তরুণী৷ কিন্তু পুলিশ অভিযুক্ত প্রেমিক এস অরবিন্দ রাওকে গ্রেফতার করলেও অভিযুক্ত কাউন্সিলর মুকেশ হুমনে বা প্রেমিকের বন্ধুকে গ্রেফতার করেনি বলে অভিযোগ৷ হুমকির ভয়ে তিন মাস ধরে চুপচাপ বসে থাকলেও গত ২১ অক্টোবর গোটা ঘটনার কথা জানিয়ে পুলিশ সুপার, খড়্গপুরের এসডিপিও, অতিরিক্ত পুলিশ সুপারকে চিঠি দেন ওই নির্যাতিতা৷ অভিযুক্তরা তাঁকে বার বার খুনের হুমকি দিচ্ছেন বলেও চিঠিতে অভিযোগ করেন তিনি৷ ভয়ে নিজের বাড়ি থেকেও তিনি বেরোতে পারছে না বলে দাবি ওই তরুণীর৷ এই ঘটনার কথা জানাজানি হতেই রেল শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে৷
advertisement
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন খড়্গপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের অভিযুক্ত কাউন্সিলর ওই নির্যাতিতার চরিত্র নিয়েই প্রশ্ন তুলেছেন৷ তাঁর আরও দাবি, নিজের দলেরই কয়েক জন তাঁকে ফাঁসাতে টাকা দিয়ে ওই তরুণীকে দিয়ে এই অভিযোগ করিয়েছে৷ গোটা অভিযোগের তদন্ত করছে পুলিশ৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kharagpur Rape Allegation: ধর্ষণের অভিযোগের মীমাংসা করতে ডেকে গণধর্ষণ করালেন কাউন্সিলর! পার্টি অফিসের ভিতরে নির্যাতনের অভিযোগ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement