Purba Bardhaman News: রাজমিস্ত্রি থেকে সোজা কাউন্সিলর! ভোটে জিতেও কেন চিন্তায় তৃণমূলের পুরপিতা?

Last Updated:
রাজমিস্ত্রি থেকে কাউন্সিলর হয়েও চিন্তায় সুনীল মুর্মু৷
রাজমিস্ত্রি থেকে কাউন্সিলর হয়েও চিন্তায় সুনীল মুর্মু৷
#বর্ধমান: ভোট যুদ্ধে জিতেছেন, তাতেই চিন্তা বেড়েছে। সংসার চলবে তো আগের পেশা আঁকড়ে ধরে? কাউন্সিলরকে কাজ দিতে ইতস্তত করবেন না বাসিন্দারা? এখন এই নিয়েই চিন্তায় রয়েছেন সদ্য ভোটে জেতা পূর্ব বর্ধমানের (Purba Bardhaman News) মেমারির ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল (TMC) কাউন্সিলর সুনীল মুর্মু!
কিন্তু ভোটে জিতেও চিন্তায় কেন? সুনীলবাবু তাঁর কারণও জানিয়েছেন৷ সুনীল মুর্মু৷ পেশায় একজন রাজমিস্ত্রি৷ পাশাপাশি তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবেও তাঁকে চিনতেন এলাকাবাসী৷ সেই সুনীলবাবুকেই পুরভোটে মেমারি পৌরসভার ১৬নম্বর ওয়ার্ডের প্রার্থী করেছিল শাসক দল।
advertisement
জয়ী হয়ে কাউন্সিলর হয়েছেন কিন্তু মনে শান্তি নেই পূর্ব বর্ধমানের মেমারির ইছাপুর দক্ষিণপাড়ার বাসিন্দা সুনীল মুর্মুর। সুনীল মুর্মু বলছেন, 'রাজমিস্ত্রির কাজ আমাকে করতেই হবে। নাহলে সংসার চলবে কী করে?কাউন্সিলর হয়ে যাওয়ার পর এলাকার মানুষ কাজ দেবেন তো?'
advertisement
সুনীল বাবু জানিয়েছেন, ১৫ বছর বয়স থেকে তিনি নির্মাণ শ্রমিকের কাজ করছেন। জোগাড়ে থেকে রাজমিস্ত্রি হয়েছেন। কাজের খোঁজে ছুটেছেন ভিন্ রাজ্যেও। তবে গত কয়েক বছর ধরে এলাকাতেই বেশি কাজ করেছেন। কিন্তু আগামী দিনে কূ হবে তা নিয়ে চিন্তায় তৃণমূল কাউন্সিলর।
আরও পড়ুন: ঘরের ছেলে ধলু নেই, আগরপাড়ায় এ বার বন্ধ বসন্ত উৎসব
advertisement
ভোটের কয়েক দিন কাজ থেকে ছুটি নিয়েছিলেন তিনি। জেতার পরের দিনই মেমারি শহরের বাইরে দুর্গাডাঙায় কাজ করতে ছুটে গিয়েছিলেন সুনীল বাবু। তাঁর কথায়, ‘ওয়ার্ডের মানুষের দায়িত্ব নিয়েছি। কাজ খুঁজতে তো ভিন রাজ্যে যেতে পারব না। তাই শহরের কাছাকাছি এলাকার মধ্যেই কাজ করছি।’
ভোটের আগে যে সব কাজের বরাত নেওয়া ছিল, এখন সেই সব কাজ করছেন তিনি। কাজ করার ফাঁকেই শপথ নিয়েছেন। সুনীলবাবুর উদাহরণ দিয়ে এলাকার তৃণমূল নেতারা বলছে, এই দল ধনী দরিদ্র সবাইকেই প্রার্থী করে।
advertisement
এলাকায় সরল ভালো মানুষ হিসেবে পরিচিত সুনীল মুর্মু। সে কথা মুখে বলছেন বিরোধীরাও। সেই সঙ্গে তাদের কটাক্ষ, তৃণমূলে বদলে যাওয়াটা সময়ের অপেক্ষা। সুনীল মুর্মুর ক্ষেত্রে তেমনটা হয় কি না, সেটা ভবিষ্যতই বলবে৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Bardhaman News: রাজমিস্ত্রি থেকে সোজা কাউন্সিলর! ভোটে জিতেও কেন চিন্তায় তৃণমূলের পুরপিতা?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement