ক#কলকাতা: আসানসোলে (Asansol Bye Election) প্রার্থী হওয়ার জন্য অগ্নিমিত্রাকে শুভেচ্ছা জানিয়েও খোঁচা বাবুলের। বালিগঞ্জের (Ballygunge Bye Election) তৃণমূল সাংসদ বলেন, 'আমার হাত ধরে রাজনীতিতে এসেছিল। তবে শত্রুঘ্ন সিনহার সামনে ঝড়ের মতো উড়ে যাবে৷' বললেন বাবুল সুপ্রিয়।
পাল্টা অগ্নিমিত্রার কথায়, 'আমার রাজনীতিতে আসা বাবুল সুপ্রিয়কে দেখে নয়, নরেন্দ্র মোদির আদর্শে অনুপ্রাণিত হয়ে। বাবুল সুপ্রিয় ভালো বন্ধু হতে পারেন। তবে রাজনীতিতে ও এখন আমার শত্রু। নরেন্দ্র মোদীই আমার অনুপ্রেরণা। আর সে কারণেই যে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন তা হামেশাই বলে থাকেন অগ্নিমিত্রা পাল। তিনি মোদীজির একজন বড় ফ্যান।
আরও পড়ুন: আগামিকাল আসছেন শত্রুঘ্ন সিনহা, রবিবার সন্ধ্যা থেকেই শুরু প্রচার
নিজের একসময়ের 'বন্ধু' বাবুল সুপ্রিয়র সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়া কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে শুক্রবার দলের তরফে নাম ঘোষণা হওয়ার পরপরই আত্মবিশ্বাসী অগ্নিমিত্রার বক্তব্য, 'আমার রাজনৈতিক আইকন নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমার হোমটাউন আসানসোলের উন্নয়নই হবে আমার অন্যতম প্রধান কাজ৷'
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের পরপরই বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে সুর চড়িয়ে একসময়ের তাঁর রাজনৈতিক সতীর্থ প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল বলেছিলেন, 'ক্ষমতার লোভে তৃণমূলে যোগ দিয়ে বাবুল রাজনৈতিকভাবে ভুল পদক্ষেপ করেছেন। যদি সব সময় একজনকেই মন্ত্রী করা হয়, তাহলে অন্যরা সুযোগ কীভাবে পাবেন? বলে প্রশ্ন তোলেন অগ্নিমিত্রা। ভোট-পরবর্তী হিংসার জবাব এবং তৃণমূলের বহিরাগত প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে যে আসানসোলবাসী মেনে নেবে না বলেই মন্তব্য অগ্নিমিত্রা পলের। বাবুল সুপ্রিয় বলছেন, বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার জবাব দিতে ফের মুখিয়ে রয়েছে জনগণ। মমতা বন্দ্যোপাধ্যায়ই তাঁর অনুপ্রেরণা। বাংলা তথা গোটা ভারতের আজ প্রধান মুখ মমতাদি। আগামী 12 এপ্রিল আসানসোল ও বালিগঞ্জ দুই কেন্দ্রেই মানুষ বুঝিয়ে দেবেন তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন৷'
আরও পড়ুন: আসানসোলে সেই অগ্নিমিত্রা, আর বালিগঞ্জে কেয়া! প্রার্থীতালিকা ঘোষণা বিজেপির
প্রসঙ্গত, সায়নী ঘোষকে পরাজিত করে আসানসোল দক্ষিণের বিধায়ক নির্বাচিত হন অগ্নিমিত্রা পাল। মহিলা মোর্চা নেত্রীর পর বিধায়ক হিসেবেও তাঁর পারফরম্যান্স বেশ ভালো বলেই খবর বিজেপি সূত্রে।
এ ছাড়া আসানসোল তাঁর পরিচিত এলাকা, ভূমিকন্যা। অগ্নিমিত্রার বাবা অশোক রায় আসানসোলের পরিচিত চিকিৎসক। ফলে আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি সহ যে ক' জনের নাম প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল শেষ পর্যন্ত চূড়ান্ত ঝাড়াই-বাছাই করার পর বিধানসভার পর এবার লোকসভার জন্যেও অগ্নিমিত্রার উপরই আস্থা রাখল বিজেপি। এখন দেখার, বাবুল সুপ্রিয়র ছেড়ে যাওয়া জায়গায় কী অগ্নিমিত্রা পারবেন গেরুয়া শিবিরের জয়ের ধারা অব্যাহত রাখতে? নাকি সামনে আসবে অন্য রাজনৈতিক সমীকরণ? উত্তর দেবে সময়ই।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Asansol, Babul supriyo