Shatrughan Sinha: আগামিকাল আসছেন শত্রুঘ্ন সিনহা, রবিবার সন্ধ্যা থেকেই শুরু প্রচার

Last Updated:

Shatrughan Sinha coming on 20 March in Bengal: রোড শো থেকে কর্মীসভা ধাপে ধাপে প্রচার সারবে তৃণমূল কংগ্রেস। 

আগামিকাল আসছেন শত্রুঘ্ন সিনহা, রবিবার সন্ধ্যা থেকেই শুরু প্রচার
আগামিকাল আসছেন শত্রুঘ্ন সিনহা, রবিবার সন্ধ্যা থেকেই শুরু প্রচার
আবীর ঘোষাল,কলকাতা: রবিবার সন্ধ্যা থেকেই প্রার্থীকে সামনে রেখে প্রচার শুরু হয়ে যাচ্ছে আসানসোলে। তৃণমূল সূত্রে খবর, আগামিকাল, রবিবার সন্ধ্যা ৬টা নাগাদ অন্ডাল বিমানবন্দরে আসবেন আসানসোলের তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। দলীয় সূত্রে খবর, বিমানবন্দর থেকে আসানসোল শহর পর্যন্ত তাঁকে নিয়ে কার্যত রোড শো করবে জোড়া ফুল শিবির।
আসানসোল পুর নিগমের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে শত্রুঘ্ন সিনহা'কে (Shatrughan Sinha)। আগামী সোমবার বা মঙ্গলবার মনোনয়ন জমা দেবেন শত্রুঘ্ন সিনহা। সোমবার দুপুরে শুভক্ষণ দেখে মনোনয়ন জমা দেওয়ার পরিকল্পনা সেরে রাখা আছে। পরিবর্তিত পরিস্থিতিতে সেটা মঙ্গলবারও হতে পারে। সেদিনের জন্যেও শুভক্ষণ দেখে রাখা আছে। মনোনয়ন জমা দেওয়া হয়ে গেলেই জোর কদমে চলবে ভোটের প্রচার। বিভিন্ন বিধানসভা ভিত্তিক কর্মীসভা থেকে শুরু করে রোড-শো এমনকী সভাও করার পরিকল্পনা থাকছে। তবে সবটাই হবে আবহাওয়া ও পরিস্থিতির ওপর নির্ভর করে।
advertisement
advertisement
ইতিমধ্যেই হোলি উৎসবকে মাথায় রেখে জনসংযোগ সেরে ফেলা হয়েছে আসানসোল জুড়ে। এবার প্রার্থী এসে পৌঁছলেই তাঁকে নিয়ে চলবে প্রচার। ভোটের অঙ্কে বিধানসভা ভিত্তিক এগিয়ে তারাই বলে জানাচ্ছে তৃণমূল।এক নজরে দেখে নেওয়া যাক, আসানসোলে ২০১৯ লোকসভা ও ২০২১ এর বিধানসভা ভোটের ফলের ফারাক। ২০১৯ এর লোকসভায় বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় ভোট পেয়েছিলেন ৬ লক্ষ ৩৩ হাজার ৫৭৮'টি। তৃণমূল প্রার্থী মুনমুন সেন পেয়েছিলেন ৪ লক্ষ ৩৫ হাজার ৭৪১ ভোট। শতাংশের হিসাবে দেখা গিয়েছিল, বিজেপির ভোট শতাংশ ৫১.১৬%, তৃণমূলের ভোট ৩৫.১৯%, বামেদের ভোট ছিল ৭.০৮%, কংগ্রেস, নোটা-সহ বাকিদের মিলিত ভোট শতাংশ ছিল ৭% এর কাছাকাছি। ২০২১-এর বিধানসভা ভোটের প্রাপ্ত ফলে দেখা যায়, আসানসোল লোকসভার মধ্যে থাকা বিধানসভা ভোটের ফল বিশ্লেষণে উঠে আসে, বারাবনি বিধানসভা আসন। তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায় পেয়েছিলেন ৫২% ভোট।
advertisement
বিজেপি প্রার্থী অরিজিৎ রায় পেয়েছিলেন ৩৮% ভোট। তৃণমূলের জয়ের ব্যবধান ছিল ২৩৪৫৭'টি ভোট। জামুরিয়া বিধানসভা আসন। তৃণমূলের প্রার্থী বর্ধমান হরেরাম সিং পেয়েছিলেন ৪৩% ভোট। বিজেপি প্রার্থী তাপস রায় পেয়েছেন ৩৮% ভোট। তৃণমূলের জয়ের ব্যবধান ছিল ৮০৫১ ভোট।পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্র। তৃণমূল কংগ্রেস প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী পেয়েছিলেন ৪৫% ভোট। বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি পেয়েছিলেন ৪৩% ভোট। তৃণমূল প্রার্থীর জয়ের ব্যবধান ছিল ৩৮০৩ ভোট।আসানসোল উত্তর বিধানসভা আসন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী মলয় ঘটকের প্রাপ্ত ভোট ছিল ৫২%। বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের প্রাপ্ত ভোট ছিল ৪১%।
advertisement
তৃণমূলের জয়ের ব্যবধান ছিল ২১১১০ ভোট। রাণিগঞ্জ বিধানসভা আসন। তৃণমূল প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্ত ভোট ছিল ৪৩%। বিজেপি প্রার্থী বিজন মুখোপাধ্যায়ের প্রাপ্ত ভোট ছিল ৪১%। তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যবধান ছিল ৩৫৫৬ ভোট। বাকি দুই বিধানসভা আসন জিতে নেয় বিজেপি শিবির। আসানসোল দক্ষিণে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের প্রাপ্ত ভোট ছিল ৪৫%। তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের প্রাপ্ত ভোট ছিল ৪৩%। বিজেপির জয়ের ব্যবধান ছিল ৪৪৮৭ ভোট। কুলটি বিধানসভা আসন। বিজেপির প্রার্থী অজয় পোদ্দারের প্রাপ্ত ভোট ছিল ৪৬%। তৃণমূলের প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায় প্রাপ্ত ভোট ছিল ৪৬%। বিজেপি প্রার্থীর জয়ের ব্যবধান ৬৭৯ ভোট।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Shatrughan Sinha: আগামিকাল আসছেন শত্রুঘ্ন সিনহা, রবিবার সন্ধ্যা থেকেই শুরু প্রচার
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement