Rupankar Bagchi: ‘কোম্পানির মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না... !’ জানালেন রূপঙ্কর

Last Updated:

New play of Rupankar Bagchi: কৃষ্টি পটুয়ার "চাঁদমারি" নাটকটি প্রথম মঞ্চস্থ হবে ২০ মার্চ, নিরঞ্জন সদন,সন্ধ্যা ৬টায়।

অরুণিমা দে, কলকাতা: একজন কোম্পানির মালিককে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। নাটকীয় ভাবে উধাও হয়ে গেলেন। কোনও ষড়যন্ত্র, নাকি ইচ্ছে করেই গা ঢাকা দিয়েছেন, এখনও বোঝার উপায় নেই। এই সংস্থার বাকি কর্মীরাই কি এর পিছনে রয়েছেন ? কিন্তু এখানে রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi) কী করছেন ? এই সব প্রশ্নের উত্তর বা এই ধাঁধার সমাধান মিলবে কৃষ্টি পটুয়ার আগামী নাটকের প্রিমিয়ারে। ‘চাঁদমারি’, এই নাটকে করোনা কালের একটি দীর্ঘ সময় পর আবার মঞ্চে রূপঙ্করের নাটকের দল নতুন প্রযোজনা নিয়ে হাজির হচ্ছে নিরঞ্জন সদনে আগামিকাল, ২০ মার্চ।
এর আগে ‘জেহাদ’, ‘হীরালাল বায়োস্কোপ’-এর মতো সফল প্রযোজনা কৃষ্টি পটুয়ার কাজের মান এবং শৈলির জনসমাজে এক ছাপ ছেড়েছে। সেই ট্র্যাডিশনকে মাথায় নিয়েই আবার নতুন নাটক ‘চাঁদমারি’-এর আগমন। এর আগে নাটকে গান এবং আবহসঙ্গীত লাইভ করা হতো তবে এই নতুন প্রযোজনায় সেটা রেকর্ড করা হয়েছে। নাটকটা পরিচালনা করছেন দেবদাস ঘোষ।
advertisement
advertisement
রূপঙ্কর বললেন, ‘‘লকডাউনের পর এই প্রথম নতুন প্রযোজনা নিয়ে আসছি। এখানে আমি রূপঙ্কর নই, চৈতালিও অন্য ভূমিকায়। আসলে গল্পটা একটা কোম্পানির। কোম্পানির বস হঠাৎ বেপাত্তা হয়ে যান। কোম্পানির কর্মীদের মধ্যে নানা সমীকরণ বদলাতে থাকে। কোথায় গেলেন বস। নানা প্রশ্নের উত্তর নিয়ে আমাদের এই নাটক চাঁদমারি। এই প্রথম আবহসঙ্গীত রেকর্ড করলাম নাটকের জন্য।"
advertisement
চৈতালি বললেন, ‘‘এখানে আমি প্রমিলা, আর রূপঙ্করের পরিচয় নাটক দেখলে জানবেন। মাঝে অনেকদিন নাটকের কোনও কাজ করতে পারিনি। তাই ভাল লাগছে আবার মঞ্চে ফিরছি এই ভেবে।’’
advertisement
পরিচালক তথা সহ অভিনেতা দেবদাস  ঘোষ বললেন, ‘‘আসা করি এই নতুন প্রযোজনাটা কৃষ্টি পটুয়ার আগের প্রযোজনা গুলোর মতোই সবার ভালো লাগবে। আবহসঙ্গীত নির্মানে আর্যা,রৌনক,আয়শ্রী,সুদীপ সবাই সহযোগিতা করেছেন।’’
কৃষ্টি পটুয়ার "চাঁদমারি" নাটকটি প্রথম মঞ্চস্থ হবে ২০ মার্চ, নিরঞ্জন সদন,সন্ধ্যা ৬টায়।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rupankar Bagchi: ‘কোম্পানির মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না... !’ জানালেন রূপঙ্কর
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement