West Bengal Municipal Elections: ভোটের আগেই তৃণমূলের দখলে দুই পুরসভা! পঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তি, সরব বিরোধীরা

Last Updated:

দিনহাটা, বোলপুর, টাকি সহ রাজ্যের বহু পুরসভার একাধিক ওয়ার্ডে বিরোধী দলের প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারেননি বলে অভিযোগ (West Bengal Municipal Elections)৷

তৃণমূলের দখলে দুই পুরসভা৷
তৃণমূলের দখলে দুই পুরসভা৷
#কলকাতা: ১০৭টি পুরসভায় ভোটগ্রহণ ২৭ ফেব্রুয়ারি৷ কিন্তু মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনেই রাজ্যের দু'টি পুরসভা বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করে ফেলল তৃণমূল কংগ্রেস (West Bengal Municipal Elections)৷
এ ছাড়াও দিনহাটা, বোলপুর, টাকি সহ রাজ্যের বহু পুরসভার একাধিক ওয়ার্ডে বিরোধী দলের প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারেননি বলে অভিযোগ৷ তৃণমূল (TMC) শিবিরের অবশ্য দাবি, প্রার্থী খুঁজে না পেয়েই এমন অভিযোগ করছে বিজেপি সহ বিরোধীরা৷
বীরভূমের সাঁইথিয়া পুরসভার ১৬টির মধ্যে ১৩টি ওয়ার্ডেই প্রার্থী দিতে পারেনি বিজেপি সহ বিরোধীরা৷ শুধুমাত্র তিনটি ওয়ার্ডে সিপিএম প্রার্থী দিয়েছে৷ ফলে ওই পুরসভায় ১৩টি ওয়ার্ডেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পাওয়ার পথে তৃণমূল৷ যার অর্থ সাঁইথিয়া পুরসভা দখলের পথে তৃণমূল৷
advertisement
advertisement
 একই ভাবে দক্ষিণ চব্বিশ পরগণার বজবজ পুরসভার কুড়িটির মধ্যে ১২টি ওয়ার্ডেই বিরোধীরা প্রার্থী দিতে পারেনি৷ ফলে ওই পুরসভাও কার্যত দখল করে নিল শাসক দল৷ উত্তরবঙ্গের কোচবিহারের দিনহাটা পুরসভার সাতটি ওয়ার্ডে বিরোধীরা মনোনয়ন জমা দিতে পারেননি বলে অভিযোগ৷
advertisement
এ দিনই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল৷ মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন ১২ ফেব্রুয়ারি৷ শেষ পর্যন্ত কটি ওয়ার্ড বা পুরসভা তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করল, ১২ তারিখের পরই তা স্পষ্ট হবে৷
এর পাশাপাশি বোলপুর পুরসভার ২২টির মধ্যে ১৯টি ওয়ার্ডেই ততাঁরা প্রার্থী দিতে পারেননি বলে অভিযোগ করেছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য৷ উত্তর চব্বিশ পরগণার টাকি এবং বসিরহাট পুরসভাতেও যথাক্রমে চারটি এবং একটি ওয়ার্ডে বিজেপি প্রার্থী দিতে পারেনি বলে শমীক ভট্টাচার্যের অভিযোগ৷
advertisement
আরও পড়ুন: চার পুরনিগমের ভোট নিয়ে স্বস্তি, আদালত অবমাননার মামলা খারিজ হাইকোর্টের
শমীক ভট্টাচার্য বলেন, 'সর্বত্র মনোনয়ন জমা দেওয়া নিয়ে এসডিও, বিডিও-রা চূড়ান্ত অসহযোগিতা করছেন৷ এর মধ্যেও রাজ্যের অধিকাংশ জায়গাতেই বিজেপি নেতা কর্মীরা প্রার্থী দিয়েছে৷' কাঁথি পুরসভায় বিজেপি বিপুল জয় পাবে বলেও এ দিন দাবি করেছেন বিজেপি নেতা৷
advertisement
বিরোধীদেক মনোনয়ন জমা না দিতে পারার অভিযোগে সরব হয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তীও৷ তিনি বলেন, 'পঞ্চায়েত নির্বাচনে মনে আছে কী হয়েছিল? গোটা রাজ্যে বিরোধীশূন্য জয় পেয়েছিল তৃণমূল৷ পুলিশ কাঠের পুতুল হয়েছিল৷ এবারেও তাই হবে৷'
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Municipal Elections: ভোটের আগেই তৃণমূলের দখলে দুই পুরসভা! পঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তি, সরব বিরোধীরা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement