West Bengal Municipal Elections: ভোটের আগেই তৃণমূলের দখলে দুই পুরসভা! পঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তি, সরব বিরোধীরা

Last Updated:

দিনহাটা, বোলপুর, টাকি সহ রাজ্যের বহু পুরসভার একাধিক ওয়ার্ডে বিরোধী দলের প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারেননি বলে অভিযোগ (West Bengal Municipal Elections)৷

তৃণমূলের দখলে দুই পুরসভা৷
তৃণমূলের দখলে দুই পুরসভা৷
#কলকাতা: ১০৭টি পুরসভায় ভোটগ্রহণ ২৭ ফেব্রুয়ারি৷ কিন্তু মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনেই রাজ্যের দু'টি পুরসভা বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করে ফেলল তৃণমূল কংগ্রেস (West Bengal Municipal Elections)৷
এ ছাড়াও দিনহাটা, বোলপুর, টাকি সহ রাজ্যের বহু পুরসভার একাধিক ওয়ার্ডে বিরোধী দলের প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারেননি বলে অভিযোগ৷ তৃণমূল (TMC) শিবিরের অবশ্য দাবি, প্রার্থী খুঁজে না পেয়েই এমন অভিযোগ করছে বিজেপি সহ বিরোধীরা৷
বীরভূমের সাঁইথিয়া পুরসভার ১৬টির মধ্যে ১৩টি ওয়ার্ডেই প্রার্থী দিতে পারেনি বিজেপি সহ বিরোধীরা৷ শুধুমাত্র তিনটি ওয়ার্ডে সিপিএম প্রার্থী দিয়েছে৷ ফলে ওই পুরসভায় ১৩টি ওয়ার্ডেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পাওয়ার পথে তৃণমূল৷ যার অর্থ সাঁইথিয়া পুরসভা দখলের পথে তৃণমূল৷
advertisement
advertisement
 একই ভাবে দক্ষিণ চব্বিশ পরগণার বজবজ পুরসভার কুড়িটির মধ্যে ১২টি ওয়ার্ডেই বিরোধীরা প্রার্থী দিতে পারেনি৷ ফলে ওই পুরসভাও কার্যত দখল করে নিল শাসক দল৷ উত্তরবঙ্গের কোচবিহারের দিনহাটা পুরসভার সাতটি ওয়ার্ডে বিরোধীরা মনোনয়ন জমা দিতে পারেননি বলে অভিযোগ৷
advertisement
এ দিনই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল৷ মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন ১২ ফেব্রুয়ারি৷ শেষ পর্যন্ত কটি ওয়ার্ড বা পুরসভা তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করল, ১২ তারিখের পরই তা স্পষ্ট হবে৷
এর পাশাপাশি বোলপুর পুরসভার ২২টির মধ্যে ১৯টি ওয়ার্ডেই ততাঁরা প্রার্থী দিতে পারেননি বলে অভিযোগ করেছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য৷ উত্তর চব্বিশ পরগণার টাকি এবং বসিরহাট পুরসভাতেও যথাক্রমে চারটি এবং একটি ওয়ার্ডে বিজেপি প্রার্থী দিতে পারেনি বলে শমীক ভট্টাচার্যের অভিযোগ৷
advertisement
আরও পড়ুন: চার পুরনিগমের ভোট নিয়ে স্বস্তি, আদালত অবমাননার মামলা খারিজ হাইকোর্টের
শমীক ভট্টাচার্য বলেন, 'সর্বত্র মনোনয়ন জমা দেওয়া নিয়ে এসডিও, বিডিও-রা চূড়ান্ত অসহযোগিতা করছেন৷ এর মধ্যেও রাজ্যের অধিকাংশ জায়গাতেই বিজেপি নেতা কর্মীরা প্রার্থী দিয়েছে৷' কাঁথি পুরসভায় বিজেপি বিপুল জয় পাবে বলেও এ দিন দাবি করেছেন বিজেপি নেতা৷
advertisement
বিরোধীদেক মনোনয়ন জমা না দিতে পারার অভিযোগে সরব হয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তীও৷ তিনি বলেন, 'পঞ্চায়েত নির্বাচনে মনে আছে কী হয়েছিল? গোটা রাজ্যে বিরোধীশূন্য জয় পেয়েছিল তৃণমূল৷ পুলিশ কাঠের পুতুল হয়েছিল৷ এবারেও তাই হবে৷'
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Municipal Elections: ভোটের আগেই তৃণমূলের দখলে দুই পুরসভা! পঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তি, সরব বিরোধীরা
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement