TMC: গোঁজ প্রার্থীদেরই দেওয়া হচ্ছে তৃণমূলের প্রতীক! নির্বাচন প্রক্রিয়া থেকে সরে আসার হুমকি
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:Saradindu Ghosh
Last Updated:
TMC: সোমবার সকাল থেকে ব্লকের মোমরেজপুর এলাকায় বিক্ষোভ দেখান তৃণমূল নেতা-কর্মীদের একটা বড় অংশ।
বর্ধমান: বেনজির ক্ষোভ তৃণমূলের অন্দরে। রায়না ২ ব্লকের তৃণমূলের সাতটা অঞ্চলের সভাপতি ও সহ-সভাপতিদের ক্ষোভ দলের ঊর্ধ্বতন নেতৃত্বের বিরুদ্ধে। ঘোষিত দলীয় প্রার্থীদের বঞ্চিত করে ‘গোঁজ’ প্রার্থীদের তৃণমূলের সিম্বল দেওয়া হচ্ছে- এমন অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ পূর্ব বর্ধমানের রায়না-২ ব্লক এলাকায়। সোমবার সকাল থেকে ব্লকের মোমরেজপুর এলাকায় বিক্ষোভ দেখান তৃণমূল নেতা-কর্মীদের একটা বড় অংশ।
তাঁদের অভিযোগ, রায়নার বিধায়ক তথা জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি শম্পা ধাড়া নির্দলদের দলীয় প্রতীক দিতে চাইছেন। রাজ্য থেকে ঠিক করা প্রার্থীদের প্রতীক দেওয়া না হলে ব্লকের সমস্ত তৃণমূল প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
advertisement
advertisement
আন্দোলনরত তৃণমূল কর্মীদের সঙ্গে ছিলেন দলের ব্লক সভাপতি অসীম পাল, ব্লকের যুব সভাপতি জুলফিকার আলি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
তারা জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচিতে মানুষের ঠিক করে দেওয়া প্রার্থীদের রাজ্য থেকে তালিকা করে পাঠানো হয়েছিল। সেই অনুযায়ী মনোনয়নপত্র জমা দেন তাঁরা। কিন্তু তাঁদের সকলকে দলের সিম্বল দেওয়া হচ্ছে না। বদলে বিধায়কের অনুগামী যারা নির্দল প্রার্থী হয়েছে তাদের সিম্বল দেওয়া হবে বলে জেলা নেতৃত্ব জানিয়েছে। তাঁরা তা মানতে নারাজ।
advertisement
জুলফিকাররা বলেন, দলের শীর্ষ নেতৃত্ব বলেছেন নির্দলদের মনোনয়ন প্রত্যাহার করতে হবে। কিন্তু এখানে তার উল্টোটা ঘটাছে। রায়না-২ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি আব্দুল আলিমকে যারা খুন করেছিল, যারা সেই খুনের ঘটনায় জেল খেটেছিল এখন তাদের নির্দল প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন বিধায়ক। অথচ নিহত সভাপতির স্ত্রীকে টিকিট দেওয়া হয়নি। এমনকী ২০২১ সালে বিধানসভা নির্বাচনে শম্পা ধাড়াকে প্রার্থী করায় যারা বিরোধিতা করেছিল। এখন তারাই কোনও এক অজ্ঞাত কারণে বিধায়কের নয়নের মণি হয়ে উঠেছে বলেও আন্দোলনকারীরা দাবি করেন। আন্দোলনকারী জেলা নেতৃত্বকে সময়সীমা বেঁধে দিয়ে হুমকি দিয়েছেন, সোমবার সন্ধ্যার মধ্যে দলের ঘোষিত তালিকা অনুযায়ী প্রার্থীদের সিম্বল দেওয়া না হলে সকল প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেবেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 19, 2023 4:32 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC: গোঁজ প্রার্থীদেরই দেওয়া হচ্ছে তৃণমূলের প্রতীক! নির্বাচন প্রক্রিয়া থেকে সরে আসার হুমকি