TMC-BJP: মাধ্যমিক পরীক্ষার্থীদের দলের লোগো লাগানো মাস্ক বিলি, তৃণমুলের কটাক্ষ্যের মুখে বিজেপি

Last Updated:

মাধ্যমিক পরীক্ষা নিয়েও রাজনৈতিক টানাপোড়েন

#বীরভূম: মাধ্যমিক পরীক্ষা নিয়েও রাজনৈতিক টানাপোড়েন। কেউ কেন্দ্রের সামনে ক্যাম্প করে মাস্ক , পেন , জলের বোতল বিলি করল,  তো কেউ বিলি করল দলীয় প্রতীক দেওয়া মাস্ক । তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক (TMC-BJP)।
সোমবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা । সেই উপলক্ষে এদিন বিভিন্ন স্কুলের সামনে কোথাও ক্যাম্প করে তো কোথাও রাস্তায় দাঁড়িয়ে পরীক্ষার্থীদের হাতে স্যানিটাইজর , পেন , জল-সহ নানান সামগ্রী তুলে দেওয়া হয় । বিজেপির বিবেক বাহিনীর পক্ষ থেকে দলীয় প্রতীক দেওয়া মাস্ক , পেন-সহ নানান সামগ্রী তুলে দেওয়া হয় পরীক্ষার্থীদের হাতে । এরপরেই বিতর্ক দানা বেঁধেছে । বিশেষজ্ঞদের অনেকে বলছেন , শিক্ষাক্ষেত্রেও এবার রাজনীতি রং লাগানোর চেষ্টা করছেন রাজনৈতিক দলেরা । সিউড়ি টাউন যুব মোর্চার জেনারেল সেক্রেটারি জগন্নাথ দাস বলেন , " আজ আমাদের বিবেক বাহিনীর পক্ষ থেকে শহরের প্রত্যেক স্কুলের সামনে পরীক্ষার্থীদের শুভ কামনায় একটি বিবেক বাহিনী লেখা ও জাতীয় ফুল পদ্ম ফুলের ছবি-সহ একটি মাস্ক ও একটি পেন দেওয়া হয় । অন্যান্য দল থেকেও শুভেচ্ছা জানানো হয়েছে, কিন্তু তাঁদের হাতে ছিল ব্যানার । বিজেপির কর্মীরা বিবেক বাহিনীর গেঞ্জি পরে পড়ুয়াদের মাস্ক ও পেন দিয়ে শুভেচ্ছা জানিয়েছে । "
advertisement
advertisement
এই প্রসঙ্গে বীরভূম জেলা সংখ্যালঘু সেলের জেলা সভাপতি কাজী ফরজুদ্দিন বলেন , "বাচ্চা, যারা সবে পরীক্ষা দিতে চলেছে, তারা যে মাস্ক পরবে, সেখানে একটা দলীয় প্রতীক কিংবা দলের নাম থাকবে তা সমাজের চোখে একদমই গ্রহণযোগ্য নয় । আমরাও মাস্ক , জল দিয়ে পরীক্ষার্থীদের শুভ কামনা চেয়েছি কিন্তু সেখানে কোনও দলীয় প্রতীক কিংবা নাম ছিল না । "
advertisement
বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিক্রমজিত সাউ বলেন , " পরীক্ষার্থীরা জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে যাচ্ছে, সেখানে যদি কেউ রাজনৈতিক রং লাগায় তবে সেটা লজ্জার ।  আজ আমরা শুধু দেখতে চাই তারা আর কি কি করে, পরে আমরা আন্দোলনে নামব । "
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC-BJP: মাধ্যমিক পরীক্ষার্থীদের দলের লোগো লাগানো মাস্ক বিলি, তৃণমুলের কটাক্ষ্যের মুখে বিজেপি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement