BSF: রক্তারক্তি কাণ্ড মুর্শিদাবাদের BSF ক্যাম্পে! যা ঘটল, হাড়হিম হয়ে যাচ্ছে এলাকাবাসীর

Last Updated:

BSF: প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মৃতদের মধ্যে এক বিএসএফ জওয়ানের ছোঁড়া গুলিতেই দুই জনের মৃত্যু ঘটেছে।

#বহরমপুর: জলঙ্গীর কাকমারি চর সীমান্তে গুলির শব্দ। রহস্যমৃত্যু দুই বিএসএফ জওয়ানের। মুর্শিদাবাদের ভারত-বাংলাদেশ সীমান্তে সাগরপাড়া থানার কাকমারি চর এলাকায় বিএসএফ ক্যাম্পে মৃত্যু হল দুই দুই বিএসএফ জওয়ানের। সোমবার সকালে গুলির শব্দে কেঁপে উঠল এলাকা। গুলিতেই ওই দুই জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মৃতদের মধ্যে এক বিএসএফ জওয়ানের ছোঁড়া গুলিতেই দুই জনের মৃত্যু ঘটেছে। এরপর ঘটনাস্থলে আসেন বিএসএফ-এর উচ্চপদস্থ আধিকারিকেরা। পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহ ক্যাম্প থেকে বের করে নিয়ে এসেছে। মৃতদের মধ্যে একজন বিএসএফ-এর হেড কনস্টেবল রয়েছেন। একজনের নাম শেখর (৪৪)। তিনি হেড কনস্টেবল। অন্যজনের নাম জনসন টপো। তাঁর বাড়ি ছত্রিশগড়ে।
advertisement
advertisement
বিএসএফ ডিআইজি সাউথ বেঙ্গল এস এস গুলারিয়া জানান, দুইজনের মধ্যে গোলাগুলির জন্য এই ঘটনা ঘটেছে। এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছেন পুলিশ। সমগ্র ঘটনার তদন্ত শুরু হয়েছে।
advertisement
প্রসঙ্গত, রবিবারই সহকর্মীদের সঙ্গে বচসার সূত্রে মারাত্মক ঘটনা অমৃতসরে বিএসএফ ক্যাম্পে। সহকর্মীর গুলিতে সেখানে মৃত্যু হয় ৫ বিএসএফ জওয়ানের। অভিযুক্ত নিজেও বিএসএফ কনস্টেবল। রবিবার সকালে এই ঘটনাটি ঘটেছে পঞ্জাবের অমৃতসরের খাসা গ্রামে। অভিযুক্তেরও মৃত্যু ঘটেছে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
BSF: রক্তারক্তি কাণ্ড মুর্শিদাবাদের BSF ক্যাম্পে! যা ঘটল, হাড়হিম হয়ে যাচ্ছে এলাকাবাসীর
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement