• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তাল বনগাঁর মদনপুরের কাজিরবাজার অঞ্চল, আহত ১৪

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তাল বনগাঁর মদনপুরের কাজিরবাজার অঞ্চল, আহত ১৪

 • Share this:

  #বনগাঁ: তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তাল হয়ে উঠল বনগাঁর মদনপুরের কাজিরবাজার অঞ্চল। বুথের কাছাকাছি বসা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় দুই দল। দু’পক্ষের ১৪ জন আহত হন। আক্রান্ত ১০ জন কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি।

  অন্যদিকে, বনগাঁর হিংলিতেও ব্যাপক বোমাবাজি। হামলায় আহত এক তৃণমূলকর্মী। বিজেপির বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর হিংলিতে যান। তিনি হিংলি ছাড়তেই শুরু হয় বোমাবাজি।

  পাশাপাশি, হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে ‘মারধর’- এর অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। জানা গিয়েছে, শিবপুরের বালিটিকুড়ির মুক্তারাম ডে স্কুলে জটলা সরাচ্ছিল আধাসেনা। সেই সময়েই আধাসেনার সঙ্গে বচসা বাঁধে তৃণমূল প্রার্থীর। বচসার পরই লাঠিচার্জের অভিযোগ। ‘আক্রান্ত’ প্রসূন বন্দ্যোপাধ্যায়-সহ কয়েকজন। গুরুতর আহত প্রসূনের আপ্ত সহায়ক। দাসনগর থানায় অভিযোগ দায়ের প্রসূনের।

  অন্য ভিডিও দেখুন--তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে ‘মারধর’, অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে

  First published: