Nandigram: নন্দীগ্রামে আবারও প্রেস্টিজ ফাইট, পঞ্চায়েতের জন্য কোমর বেঁধে ময়দানে তৃণমূল- বিজেপি

Last Updated:

শুধু দেওয়াল দখল নয়, দলের নির্দেশে এখন থেকেই স্থানীয় নেতারা পঞ্চায়েত এবং বুথ স্তরে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করতে শুরু করেছেন৷ চলছে পাড়া ভিত্তিক বৈঠক৷

নন্দীগ্রামে চলছে দেওয়াল দখলের লড়াই৷
নন্দীগ্রামে চলছে দেওয়াল দখলের লড়াই৷
#নন্দীগ্রাম:  ২০২১-এর পর আবার ২০২৩৷ নন্দীগ্রামে সেই প্রেস্টিজ ফাইট তৃণমূল- বিজেপির৷ তাই ভোটের নির্ঘণ্ট ঘোষণার অনেক আগে থেকেই নন্দীগ্রামে মাঠে নেমে ভোট প্রস্তুতি শুরু করে দিল দুই দল৷ ইতিমধ্যেই প্রচারের জন্য নন্দীগ্রামে দেওয়াল দখল করতে শুরু করেছে তৃণমূল এবং বিজেপি৷
পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি৷ প্রার্থীর নাম ঘোষণা হতেও ঢের দেরি৷ কিন্তু নন্দীগ্রামে প্রতিপক্ষকে এক ইঞ্চি জায়গা ছাড়তে রাজি নন কেউই৷ তাই এখন থেকেই বিভিন্ন দেওয়ালে তৃণমূল এবং বিজেপি-র প্রতীক আঁকা শুরু হয়ে গিয়েছে৷ যাতে প্রার্থীর নাম ঘোষণা হলেই প্রচার শুরু করে দেওয়া যায়৷
advertisement
advertisement
শুধু দেওয়াল দখল নয়, দলের নির্দেশে এখন থেকেই স্থানীয় নেতারা পঞ্চায়েত এবং বুথ স্তরে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করতে শুরু করেছেন৷ চলছে পাড়া ভিত্তিক বৈঠক৷
২০২১-এর বিধানসভা নির্বাচনে গোটা রাজ্য তো বটেই, সারা দেশের নজর ছিল নন্দীগ্রামের দিকে৷ শেষ পর্যন্ত অবশ্য শেষ হাসি হেসেছিলেন শুভেন্দু অধিকারী৷ পঞ্চায়েত নির্বাচনে সেই হারের বদলা নিতে মরিয়া ঘাসফুল শিবির৷ অন্যদিকে প্রেস্টিজ ফাইটে নন্দীগ্রাম ধরে রাখতে মরিয়া বিজেপি-ও৷ কারণ তা বিরোধী দলনেতার খাসতালুক৷ সবমিলিয়ে এখন থেকেই ভোটের পারদ চড়ছে নন্দীগ্রামে৷ কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে দু' পক্ষ৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nandigram: নন্দীগ্রামে আবারও প্রেস্টিজ ফাইট, পঞ্চায়েতের জন্য কোমর বেঁধে ময়দানে তৃণমূল- বিজেপি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement