হোম /খবর /দক্ষিণবঙ্গ /
যৌন হেনস্থার অভিযোগ, সাগরদীঘির কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে সরব তৃণমূল

Sagardighi by election: যৌন হেনস্থার অভিযোগ, সাগরদীঘির কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে সরব তৃণমূল

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

হেনস্থার শিকার ওই মহিলা সাঁকরাইল থানায় অভিযোগ দায়ের করার পর বিষয়টি প্রকাশ্যে আসে।

  • Share this:

বহরমপুর: উপনির্বাচনের আগে একজন মহিলাকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে সাগরদীঘি কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে। এই ঘটনায় কংগ্রেসকে তোপ দাগল তৃণমূল কংগ্রেস।

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, যৌন নিগ্রহের ঘটনায় বায়রন বিশ্বাস যে দোষী, কংগ্রেসের নীরবতাই তার প্রমাণ। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে, "নিপীড়িতা ওই মহিলা ২১ ফেব্রুয়ারি অভিযোগ দায়ের করেছিলেন, কিন্তু দু' দিন পরেও কংগ্রেস এই বিষয়ে নীরব রয়েছে৷ এই নীরবতার মানে কী? তাহলে কি অভিযোগ সত্য? একজন প্রার্থী হিসাবে বায়রন বিশ্বাসের নৈতিক দায়িত্ব সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া, তা না হল জনগণ তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সত্য বলে মনে করবেন।"

আরও পড়ুন: দুয়ারে পদ্ম সেনাপতি! বাংলার মানুষের 'মন কি বাত' শুনতে ‘পাড়ায় সুকান্ত’ কর্মসূচিতে আহ্বান তৃণমূলীদেরও

তৃণমূল কংগ্রেসের মহিলা নেতৃত্ব বলছে, "নারীর ক্ষমতায়ন নিয়ে কংগ্রেসের নেতাদের সমস্ত বক্তৃতা  বৃথা যাবে যদি তাদের দল এই রকম একজন প্রার্থী, যার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছ, তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়।" তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, পুলিশ যেন একটি নির্দিষ্ট দল গঠন করে। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে মামলার তদন্ত শেষ করে৷"

কংগ্রেস দলের প্রার্থী হিসেবে আসন্ন সাগরদীঘি উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বায়রন বিশ্বাস। কংগ্রেসের এই প্রার্থীর বিরুদ্ধে হাওড়ায় বসবাসকারী এক মহিলাকে হেনস্থা করার অভিযোগ উঠেছে। হেনস্থার শিকার ওই মহিলা সাঁকরাইল থানায় অভিযোগ দায়ের করার পর বিষয়টি প্রকাশ্যে আসে।

অভিযোগকারিণী মহিলার দেওয়া সাক্ষ্য অনুযায়ী, অভিযুক্ত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস গত কয়েক বছর ধরে ওই মহিলার সঙ্গে যোগাযোগ রেখেছে এবং চাকরি দেওয়ার অজুহাতে তাকে নানাভাবে হয়রানি করেছে। ওই মহিলার আরও দাবি, ওই কংগ্রেস প্রার্থী তাঁকে বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন করে বিরক্ত করেছে। এমন কি, এই বিষয়টি কাউকে জানালে ওই মহিলার ভয়ঙ্কর পরিণতি হবে বলে হুমকি দিয়েছেন কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস।

আরও পড়ুন: একটানা ৪৬ বছর, তেহট্টে সিপিএমের দুর্গে এবারও দাঁত ফোটাতে পারল না তৃণমূল

ওই মহিলা পুলিশে যে অভিযোগ জানিয়েছেন তাতে লেখা আছে,  'আমি কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসকে বলেছিলাম আমাকে বিরক্ত করবেন না কিন্তু উনি সেটা না শুনে এবং ১৮-০২-২০২৩ তারিখ থেকে আমাকে বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন করে বিরক্ত করছেন এবং আমাকে খুব নোংরা ভাষায় হুমকি দিয়েছেন এবং আমাকে এটাও বলেছেন যে আমি এই বিষয়টি কাউকে জানালে তিনি কড়া পদক্ষেপ নেবেন।'

মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত একটি ভিডিও অনুসারে, অভিযোগকারিণী ওই মহিলা আরও বলেছেন যে,  কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস তাঁকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যৌন হয়রানি করছে। ওই মহিলা তাঁর স্বামী, সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে থাকেন, তিনি বলেছেন যে নিতান্ত অসহায় হয়ে ও ভয় পেয়ে এই বিষয়টি বাধ্য হয়ে পুলিশকে জানিয়েছেন এবং এই বিষয়ে পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছেন।

ওই মহিলা আরও বলেছেন, 'কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস আমাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে। সেই জন্যই থানায় অভিযোগ দায়ের করেছি। আমি পুলিশকে অনুরোধ করছি আমাকে প্রয়োজনীয় সুরক্ষা দিতে। ওনার কাছে হোটেলে তোলা আমাদের কিছু ছবি আছে যেখানে উনি আমাকে জোর করে নিয়ে গিয়েছিলেন। আমি ভেবে অবাক হয়ে যাচ্ছি, এমন একজন মানুষকে কীভাবে নির্বাচনে লড়তে দেওয়া হয়। আমি সাগরদীঘির জনগণকে অনুরোধ করব, তাঁরা যেন নারী নিরাপত্তার কথা ভেবে এই কংগ্রেস প্রার্থীকে তাঁদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত না করেন। এই নেতার নেতৃত্বে কোনো নারী নিরাপদ থাকতে পারেন না।'

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Congress, TMC