South 24 Parganas News: আবার বাঘের আতঙ্ক! এবার বাসন্তীর গ্রামে মিলল পায়ের ছাপ

Last Updated:

TIger Attack: শীতের মরশুম শুরু হতেই লোকালয়ে বাঘের হানা। বাঘের আতঙ্কে আতঙ্কিত বাসন্তীর জ্যোতিষপুর এলাকায়। জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েতের হরেকৃষ্ণপুর মৌজার ফিশারি পাড়াতে মাঠের নরম মাটিতে বেশ কয়েকটা পায়ের ছাপ দেখা গিয়েছে।

বাঘের পায়ের ছাপ খতিয়ে দিচ্ছে গ্রামবাসীরা
বাঘের পায়ের ছাপ খতিয়ে দিচ্ছে গ্রামবাসীরা
বাসন্তী: শীতের মরশুম শুরু হতেই লোকালয়ে বাঘের হানা। বাঘের আতঙ্কে আতঙ্কিত বাসন্তীর জ্যোতিষপুর এলাকায়। জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েতের হরেকৃষ্ণপুর মৌজার ফিশারি পাড়াতে মাঠের নরম মাটিতে বেশ কয়েকটা পায়ের ছাপ দেখা গিয়েছে। সেই পায়ের ছাপ অবিকল বাঘের পায়ের ছাপের মত আর এই ছাপকে কেন্দ্র করে গোটা গ্রাম আতঙ্কিত হয়ে পড়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
আরও পড়ুনঃ ৫ ‘দেশি’ খাবারেই খেল খতম কোলেস্টেরলের! শরীর থেকে নিংড়ে নেবে খারাপ পদার্থ!হার্ট থাকবে ভাল
গ্রামবাসীরা বাঘের আতঙ্কে আতঙ্কিত হয়ে পরে। ইতিমধ্যেই এ বিষয়ে স্থানীয় মাতলা রেঞ্জের বন আধিকারিকদের খবর দেওয়া হয়েছে। বনকর্মীরা এলাকায় গিয়ে বাঘের পায়ের ছাপ ক্ষতিয়ে দেখছেন বলে এলাকাবাসি সূত্রের খবর। বোঝার চেষ্টা করছে বাক্তি পুনরায় জঙ্গলে চলে গিয়েছে নাকি লোকালয়ের মধ্যে রয়েছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, শীতের মরশুমে সাধারণত জঙ্গল থেকে লোকালয়ের মধ্যে ঢুকে পড়ে বাঘ।
advertisement
advertisement
গত কয়েকদিন আগে কুলতলীতে বাঘের পায়ের ছাপ ঘিরে আতঙ্কিত হয়ে পড়ে ওই এলাকার বাসিন্দারা। ঠিক তার কয়েকদিন পরে আমাদের এলাকা এই বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে যার কারণে আমরাও বেশ কিছুটা আতঙ্কিত। সাধারণত শীতের মরশুমে সুন্দরবনের বিভিন্ন নদী কিংবা খালগুলিতে জল কম থাকার কারণে অনাআসে জঙ্গল থেকে খাবারের সন্ধানে লোকালয়ের মধ্যে বাঘ ঢুকে যাওয়ার ঘটনা ঘটে।
advertisement
সুমন সাহা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: আবার বাঘের আতঙ্ক! এবার বাসন্তীর গ্রামে মিলল পায়ের ছাপ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement