টিকিট পরীক্ষকের উপর এসে পড়ল বিদ্যুতের তার, ছিটকে পড়লেন রেললাইনে! তারপর... খড়গপুর স্টেশনে শিউরে দেওয়া ছবি
- Published by:Rachana Majumder
Last Updated:
ওই টিকিট পরীক্ষককে দ্রুত রেল পুলিশ ও রেলকর্মীদের সহায়তায় উদ্ধার করা হয়। পাঠানো হয় রেলের হাসপাতালে। এই মুহূর্তে তিনি কিছুটা স্থিতিশীল আছেন।
#শঙ্কর রাই, খড়গপুর: কথায় বলে 'রাখে হরি মারে কে'! এ যেন ঠিক তাই৷ ঘড়ির কাঁটায় তখন বেলা ১২টা। খড়্গপুর স্টেশনের ২ ও ৪ নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি স্থানে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলছিলেন দুই টিকিট পরীক্ষক। হঠাৎই উপর থেকে একটি বিদ্যুতের তারে এসে সোজা পড়ল এক টিকিট পরীক্ষকের মাথায়৷ সংজ্ঞা হারিয়ে প্লাটফর্ম থেকে রেল লাইনে ছিটকে পড়েন ওই টিকিট পরীক্ষক। অপর টিকিট পরীক্ষক সরাসরি বিদ্যুৎস্পৃষ্ট না হলেও আতঙ্কিত ।
গুরুতর আহত ওই টিকিট পরীক্ষকের নাম সুজন কে সিং সর্দার৷ রেললাইনে ছিটকে পড়া ওই টিকিট পরীক্ষককে দ্রুত রেল পুলিশ ও রেলকর্মীদের সহায়তায় উদ্ধার করা হয়। পাঠানো হয় রেলের হাসপাতালে। এই মুহূর্তে তিনি কিছুটা স্থিতিশীল আছেন।
রেলের ওভারহেড তারে প্রায় ২৫ হাজার ভোল্ট বিদ্যুৎ সংযোগ থাকে৷ আরও বড় বিপদ হতে পারত বলে মনে করছেন অনেকেই৷ রেল কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রেলের ওভারহেড তারে একটি কাক ওই সময় বসেছিল। সে কোনওভাবে একটি তার ছিঁড়ে ফেলে৷ সঙ্গে সঙ্গে একটি সরু তার নিচে পড়ে যায়। যাতে ২৫ হাজার ভোল্টের বিদ্যুৎ সংযোগ ছিল৷ ওই তারই সরাসরি রেলকর্মীর মাথায় এসে পড়ে এবং আতসবাজির মতো সশব্দে জ্বলে ওঠে৷
advertisement
advertisement
আরও পড়ুন: মন্দার আঁচ আরও তীব্র, এবার কয়েকশো কর্মী ছাঁটাই করতে চলেছে পেপসিকো!
এও জানা গিয়েছে, ওই সময় ওই লাইন দিয়ে একটি ট্রেনেরও আসার কথা ছিল৷ সবমিলিয়ে এত বড় বিপদের সম্মুখীন হয়েও, যেভাবে রেলকর্মী সুজন সিং সর্দার প্রাণে রক্ষা পেয়েছেন, সেটা ভেবেই সবাই স্বস্তিতে৷ তবে এই বিষয়ে রেল কর্তৃপক্ষের সচেতন হওয়া প্রয়োজন বলে সাধারণ যাত্রী ও কর্মীরা দাবি করেছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 07, 2022 10:20 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
টিকিট পরীক্ষকের উপর এসে পড়ল বিদ্যুতের তার, ছিটকে পড়লেন রেললাইনে! তারপর... খড়গপুর স্টেশনে শিউরে দেওয়া ছবি