West Bengal Weather Update || আর কিছুক্ষণের মধ্যেই আসতে চলেছে বৃষ্টি, ভাসবে হাওড়া-হুগলি সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা

Last Updated:

West Bengal Weather Update || আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি আসতে চলেছে পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলির মতো জেলাগুলিতে৷ সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া৷ জারি হয়েছে সতর্কতা৷ 

advertisement
#হাওড়া: দক্ষিণবঙ্গে শুরু হয়ে গিয়েছে প্রাক বর্ষার বৃষ্টি৷ আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি আসতে চলেছে পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলির মতো জেলাগুলিতে৷ সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া৷ জারি হয়েছে সতর্কতা৷
আরও পড়ুন: অগ্নিপথে বাড়ল বয়সের ঊর্ধ্বসীমা, চার বছর 'চাকরির' পর কী কী সুবিধে?
রবি সোমবার নাগাদ দক্ষিণবঙ্গে ঢুকতে পারে বর্ষা। ইতিমধ্যেই বিহার এবং ওড়িশাতে ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। আগামী দুই থেকে তিন দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড বিহার এবং ওড়িশার বাকি অংশ এবং উত্তরপ্রদেশে ঢুকে পড়বে বর্ষা।
advertisement
আরও পড়ুন: অফিস টাইমে বনগাঁ শাখায় পর পর আটকে ট্রেন! চূড়ান্ত নাকাল নিত্যযাত্রী, কী নিয়ে সমস্যা?
আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস। সতর্কতা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। এই তিন জেলায় ফ্লাস ফ্লাড হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতেও। পার্বত্য এলাকায় ধ্বস নামার আশঙ্কা। তিস্তা-তোর্সা সহ সব নদীর জলস্তর বাড়বে। নিচু এলাকা প্লাবনের আশঙ্কা। রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে  উত্তরবঙ্গে।
advertisement
সারাদেশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে। ভারী বৃষ্টি দক্ষিণ ভারতের রাজ্যগুলিতেও।  বৃষ্টি হবে পঞ্জাব, হিমাচল প্রদেশ সহ উত্তর-পশ্চিম ভারতের বেশকিছু রাজ্যে। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, "দক্ষিণবঙ্গে কার্যত দেরিতে বর্ষা ঢুকছে একথা বলাই যায়। তবে বর্ষা এলেও ভারী বৃষ্টির আপাতত সম্ভাবনা নেই।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Weather Update || আর কিছুক্ষণের মধ্যেই আসতে চলেছে বৃষ্টি, ভাসবে হাওড়া-হুগলি সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement