Nadia News: অনূর্ধ্ব ১৭ সর্বভারতীয় ফুটবলে সুযোগ পেল শান্তিপুরের একই ক্লাবের তিন কিশোর
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:MAINAK DEBNATH
Last Updated:
পঞ্জাবের চণ্ডিগড়ে আয়োজিত হয় অনূর্ধ্ব ১৭ অল ইন্ডিয়া ফুটবল টুর্নামেন্ট। সারা বাংলার বিভিন্ন জেলার খেলোয়াড় থাকলেও নদিয়ার ক্ষেত্রে একমাত্র শান্তিপুর সবুজ সংঘের তিন সদস্য প্রতিনিধিত্ব করল এইবার
নদিয়া: বিভিন্ন রাজ্যের মত পিছিয়ে নেই বাংলাও। পঞ্জাবে আয়োজিত অনূর্ধ্ব ১৭ সর্বভারতীয় ফুটবল টুর্নামেন্টে অংশ নিল নদিয়ার তিন কিশোর। তাৎপর্যপূর্ণভাবে তারা প্রত্যেকেই শান্তিপুর সবুজ সংঘ ক্লাবের খেলোয়াড়।
পঞ্জাবের চণ্ডিগড়ে আয়োজিত হয় অনূর্ধ্ব ১৭ অল ইন্ডিয়া ফুটবল টুর্নামেন্ট। সারা বাংলার বিভিন্ন জেলার খেলোয়াড় থাকলেও নদিয়ার ক্ষেত্রে একমাত্র শান্তিপুর সবুজ সংঘের তিন সদস্য প্রতিনিধিত্ব করল এইবার। ক্লাব সূত্রে জানা গেছে, কাঁচরাপাড়া আম্বেদকর ক্লাবের পক্ষ থেকে রাজ্যের এই ফুটবল দল বাছাই পর্ব হয়ে যাওয়ার পরই নদিয়ার একমাত্র সবুজ সংঘ ক্লাবের তিন প্রতিনিধি গিয়েছিলেন পঞ্জাবের ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করতে। গত ১৯ তারিখ তারা রওনা দিয়েছিল পঞ্জাবের উদ্দেশ্যে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
দিগনগরের বাসিন্দা দ্বাদশ শ্রেণির ছাত্র রাজ মণ্ডল মিডফিল্ডে খেলে। শান্তিপুর প্রমোদনগরের দীপ দে গোলকিপার আর স্ট্রাইকার খেলে শুভশীল, তারা দুজনই দ্বারিকানাথ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। পাশাপাশিই তাদের বাড়ি। জাতীয় স্তরের খেলার অভিজ্ঞতা এই প্রথম। ভবিষ্যতেও তারা অনুশীলনের মাধ্যমে নিজেদেরকে আরও দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তুলে দেশের হয়ে ফুটবল খেলতে চায় বলে জানিয়েছে।
advertisement
মৈনাক দেবনাথ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 05, 2023 3:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: অনূর্ধ্ব ১৭ সর্বভারতীয় ফুটবলে সুযোগ পেল শান্তিপুরের একই ক্লাবের তিন কিশোর
