মাত্র ৫০০ টাকার জন্য এত কাণ্ড! বাঁশ, লাঠি নিয়ে বেধড়ক মারধর, ক্যানিংয়ে আহত ১ মহিলা সহ ৩

Last Updated:

সুদে টাকা ধার নেওয়া আর সেই টাকাকে কেন্দ্র করে বাঁধল বিশাল ঝামেলা। যে ঘটনায় এক মহিলা সহ তিনজন আহত হয়েছেন।

ক্যানিং থানা
ক্যানিং থানা
ক্যানিং, দক্ষিণ ২৪ পরগনা, অনুপ বিশ্বাস: সুদে টাকা ধার নেওয়া আর সেই টাকাকে কেন্দ্র করে বাঁধল বিশাল ঝামেলা। যে ঘটনায় এক মহিলা সহ তিনজন আহত হয়েছেন। আবার এই ঝামেলা সুদের টাকার মাত্র ৫০০ টাকা দিতে না পারার কারণে। ঘটনাই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানা এলাকায়। ঘটনার পরিপ্রেক্ষিতে ক্যানিং থানার পুলিশ তদন্ত শুরু করেছে। ঠিক কী হয়েছিল?
ক্যানিং থানার তালদি গ্রাম পঞ্চায়েতের উত্তর কাল দিন আটপাড়া এলাকায় রাহুল মন্ডল নামে এক যুবক স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে ৫০০০ টাকা সুদে ধার নেয়। এই ধারের টাকার আসল টাকা দেওয়া হলেও ৫০০ টাকার সুদ দিতে না পারায় বুধবার দুপুরে রাহুল মন্ডলের সঙ্গে স্থানীয় সুদ ব্যবসায়ীর গন্ডগোল বাঁধে। সেই সময় ঝামেলা কোনওরকমে মিটে গেলেও সন্ধের পরে স্থানীয় সূদ ব্যবসায়ী রাহুল মন্ডলের জামাইবাবু সৌমেন মন্ডলের বাড়িতে বাঁশ, দা নিয়ে চড়াও হয়।
advertisement
advertisement
এই ঘটনায় সৌমেন মন্ডলের স্ত্রীকে বেধরক মারধর করে বলে অভিযোগ। তাকে ঠেকাতে এলে সৌমেন মন্ডল ও রাহুল মণ্ডলকে বেধড়ক মারধর করা হয়। তাদেরকে উদ্ধার করে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসা করানো হয়। এরপরে তারা ক্যানিং থানায় অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে ক্যানিং থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে।
advertisement
রাহুল মন্ডলের দাদা সৌমেন মন্ডল জানিয়েছেন, “ভাই প্রশান্ত নস্করের থেকে ৫০০০ টাকা ধার নিয়েছিল। সেই টাকা ফেরত দিয়ে দিয়েছে। শুধু সুদের ৫০০ টাকা পেত। আমরা বলেছিলাম দিন দুয়েকের মধ্যে সেই টাকা দিয়ে দেব। কিন্তু তারা কিছু না শুনেই ঝামেলা করল।”
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মাত্র ৫০০ টাকার জন্য এত কাণ্ড! বাঁশ, লাঠি নিয়ে বেধড়ক মারধর, ক্যানিংয়ে আহত ১ মহিলা সহ ৩
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement