থাকা, খাওয়া, ঘোরার চিন্তা শেষ! এবার সহজেই হবে পাহাড় ভ্রমণ, পর্যটকদের সাহায্যে হাজির KRHTDA

Last Updated:

পুজোর আগেই উত্তরবঙ্গের পর্যটন মানচিত্রে লেখা হল নতুন এক অধ্যায়। পর্যটকদের সমস্যায় সরাসরি সহযোগিতা করা থেকে শুরু করে ভ্রমণ পরিকল্পনায় গাইডলাইন।

+
কাঞ্চনজঙ্ঘা

কাঞ্চনজঙ্ঘা

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: পুজোর আগেই উত্তরবঙ্গের পর্যটন মানচিত্রে লেখা হল নতুন এক অধ্যায়। পর্যটকদের সমস্যায় সরাসরি সহযোগিতা করা থেকে শুরু করে ভ্রমণ পরিকল্পনায় গাইডলাইন, সব কিছু নিয়েই আত্মপ্রকাশ করল কাঞ্চনজঙ্ঘা রিজিওন হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (KRHTDA)।
কাঞ্চনজঙ্ঘা অঞ্চলে ঘুরতে এসে যদি কোনও পর্যটক সমস্যায় পড়েন, সরাসরি এই অ্যাসোসিয়েশনের কাছে সাহায্য চাইতে পারবেন। আবার কোথায় থাকবেন, কীভাবে ভ্রমণ করবেন, সেই পরিকল্পনাতেও সাহায্য করবে সংগঠনটি। অর্থাৎ, ভ্রমণকারীদের জন্য একেবারে পূর্ণাঙ্গ সাপোর্ট সিস্টেম গড়ে তুলতে চাইছে KRHTDA।
advertisement
advertisement
সংগঠনের লক্ষ্য শুধু পর্যটকদের সুবিধা নয়, বরং গোটা অঞ্চলের পর্যটন শিল্পের মানোন্নয়ন। আতিথেয়তা শিল্পকে এগিয়ে নেওয়া, পরিবেশবান্ধব পরিকাঠামো গড়ে তোলা, সামাজিক দায়বদ্ধতা রক্ষা এবং প্রতিবেশী দেশ নেপাল ও ভুটানের সঙ্গে মিলিতভাবে পর্যটন উন্নয়ন, এই সবই KRHTDA-র অঙ্গীকার।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
প্রথম সভাতেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল নির্বাহী কমিটি। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন পদ্মশ্রীপ্রাপ্ত প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়া। এছাড়া ননি ধর, নন্দু সিংহ, হৃদয় গুপ্ত, অনুপ মিশ্র, আজিজুল রহমান, বিবেক বাইদ-সহ একাধিক উদ্যোক্তা দায়িত্ব নিয়েছেন বিভিন্ন পদে। ভুটান ও নেপালের পর্যটন প্রতিনিধিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে এই কমিটিতে।
অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনও পর্যটন কেন্দ্র উন্নত হতে হলে তাকে অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্ন ও সহমর্মিতাপূর্ণ হতে হবে। তাই এই সংগঠন স্থানীয় ও জাতীয় সরকারের সঙ্গে সমন্বয় রেখে পরিকল্পনা, প্রশিক্ষণ এবং বাজার সংযোগের দিকেও নজর দেবে। প্রতিবছর অন্তত দুটি পর্যটন উৎসব আয়োজন বা সহায়তায়ও অঙ্গীকারবদ্ধ KRHTDA।
advertisement
KRHTDA আশা প্রকাশ করেছে, এই উদ্যোগের ফলে কাঞ্চনজঙ্ঘা অঞ্চল আগামী দিনে হয়ে উঠবে একটি আন্তর্জাতিক মানের পর্যটন গন্তব্য। বিশেষজ্ঞদের মতে, এই নতুন উদ্যোগ উত্তরবঙ্গের ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে নিঃসন্দেহে একটি নতুন দিগন্তের সূচনা।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
থাকা, খাওয়া, ঘোরার চিন্তা শেষ! এবার সহজেই হবে পাহাড় ভ্রমণ, পর্যটকদের সাহায্যে হাজির KRHTDA
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement