Murshidabad: বাইক দুর্ঘটনায় একসঙ্গে তিন বন্ধুর মৃত্য়ু বহরমপুরে! ফোন করতেই দুঃসংবাদ পেল পরিবার
- Published by:Debamoy Ghosh
- Reported by:Pranab kumar Banerjee
Last Updated:
বহরমপুর: একসঙ্গে তিনবন্ধুর বাইক দুর্ঘটনায় মর্মান্তিক পরিণতি। বহরমপুর যাওয়ার সময় মোটর বাইক দুর্ঘটনায় একসঙ্গে মৃত্যু হল তিন বন্ধুর। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুর- হরিহরপাড়া রাজ্য সড়কের গজধরপাড়ায়।
মৃত তিন যুবকের নাম সৌভিক বিশ্বাস, সোমনাথ বিশ্বাস ও তপন টিকাদার। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অন্য় দু' জনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাস্তাতেই তাঁদের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বহরমপুর থানার পুলিশ।
advertisement
advertisement
বৃহস্পতিবার রাতে বহরমপুর যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যায় তিন বন্ধু। কিন্তু অনেক রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা ফোন করলে অচেনা এক ব্যক্তি ফোন ধরে দুর্ঘটনার খবর জানান। তিন জনেরই বাড়ি হরিহরপাড়া থানার কুমড়োদহ ঘাট এলাকার খিদিরপুর কলোনিতে। তবে কীভাবে দুর্ঘটনা ঘটল সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।
advertisement
তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনজনেই মদ্যপ অবস্থায় থাকায় ও হেলমেট না পরে থাকার কারণেই দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় শোকের ছায়া মৃতদের পরিবারে। প্রতিবেশী পরিমল বিশ্বাস বলেন, 'ওরা তিনজন খুব ভাল বন্ধু ছিল। সব জায়গাতেই তিনজন একসঙ্গে যেত। তবে কrভাবে এইরকম দুর্ঘটনা ঘটল সেটা এখনও জানা যাচ্ছে না।'
মৃত তপন টিকাদারের আত্মীয় বুল্টি টিকাদার বলেন, 'ওরা বহরমপুর যাবে বলে সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে যায়। রাতে বাড়ি না ফেরায় ফোন করতেই দুর্ঘটনার খবর জানতে পারি। বাড়ির সবাই ঘটনাস্থলে ছুটে যায়। কিন্তু কাউকেই প্রাণে বাঁচানো সম্ভব হয়নি।'
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
January 14, 2023 12:20 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad: বাইক দুর্ঘটনায় একসঙ্গে তিন বন্ধুর মৃত্য়ু বহরমপুরে! ফোন করতেই দুঃসংবাদ পেল পরিবার

