'আবাস যোজনার তদন্তে আসা কেন্দ্রীয় দলের সদস্যরা বিজেপির লোক নয়', কোন প্রসঙ্গে এমন মন্তব্য অগ্নিমিত্রার?

Last Updated:

বিজেপি নেত্রীর কথায়, এই দল নিরপেক্ষভাবে আবাস সংক্রান্ত যাবতীয় অভিযোগ খতিয়ে দেখবে। তিনি বলেন, "আবাস যোজনায় (pradhanmantri awas yojna) ব্যাপক দুর্নীতি হয়েছে। যাদের বড় বাড়ি রয়েছে, তারাও আবাস যোজনা টাকা পেয়ে যাচ্ছে। বিষয়টি কেন্দ্র গুরুত্ব দিয়ে দেখছে। তাই কেন্দ্রীয় দল পাঠাচ্ছে। (central team)"

#দক্ষিণবঙ্গ: আবাস কেলেঙ্কারির অভিযোগ খতিয়ে দেখতে ফের রাজ্যে আসছে কেন্দ্রের ৫টি তথ্যানুসন্ধানী দল। সূত্রের খবর, উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও আবাস দুর্নীতি সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখবেন তাঁরা। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, রাজ্যের বিভিন্ন জেলায় আবাস যোজনায় বাড়ি পাওয়া নিয়ে প্রচুর অভিযোগ জমা পড়েছে। সেই অভিযোগেরই তদন্ত করতে রাজ্যে আসছেন কেন্দ্রের প্রতিনিধিরা। সম্প্রতি এই কথা জানিয়ে রাজ্যের পঞ্চায়েত দফতরের সচিব পি উল্গানাথনকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক।
আবাস নিয়ে বিক্ষোভ দেখাতে এসে সেই প্রসঙ্গই তুললেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে পূর্ব বর্ধমানের মেমারিতে ডেপুটেশন দিতে এসেছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। সেখানে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, "আবাস যোজনার তদন্তে আসা কেন্দ্রীয় দলের সদস্যেরা বিজেপির লোক নন।"
বিজেপি নেত্রীর কথায়, এই দল নিরপেক্ষভাবে আবাস সংক্রান্ত যাবতীয় অভিযোগ খতিয়ে দেখবে। তিনি বলেন, "আবাস যোজনায় ব্যাপক দুর্নীতি হয়েছে। যাদের বড় বাড়ি রয়েছে, তারাও আবাস যোজনা টাকা পেয়ে যাচ্ছে। বিষয়টি কেন্দ্র গুরুত্ব দিয়ে দেখছে। তাই কেন্দ্রীয় দল পাঠাচ্ছে।"
advertisement
advertisement
আবাস ছাড়াও এদিন নানা বিষয়ে প্রতিক্রিয়া দিতে দেখা যায় বিজেপি নেত্রীকে। সম্প্রতি রাজ্যের জমি নীতিতে বদল আনার প্রস্তাব পাশ করেছে রাজ্য মন্ত্রিসভা। এ নিয়ে নতুন সংশোধনী বিলও আনা হবে আগামী অধিবেশন। শুক্রবার এ প্রসঙ্গে বিজেপি নেত্রী অগ্নিমিত্রাকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, "তৃণমূল কংগ্রেস মানেই দুর্নীতি। ইস্কোর জমির মালিকানা বদল হয়ে যাচ্ছে। কাগজ বের করে নিয়ে সে সব জমির ৩০-৪০ হাজার টাকা বিক্রি করে দেওয়া হচ্ছে।"
advertisement
বিচারপতি রাজাশেখর মান্থার বাড়ির বাইরে পোস্টার। এজলাসের বাইরে বিক্ষোভের ঘটনায় তুঙ্গে শোরগোল। এ নিয়ে প্রশ্ন করা হলে অগ্নিমিত্রা বলেন,"মুখ্যমন্ত্রী সংবিধান দিবস পালন করছেন, অন্যদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘেরাও করা হচ্ছে। বিচারপতি মান্থার বাড়ির সামনে পোস্টার পড়ছে। এ কোথায় রয়েছি আমরা! এখানে গণতন্ত্রকে পিষে দেওয়া হচ্ছে। সংবিধানকে শেষ করে দেওয়া হচ্ছে।"
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'আবাস যোজনার তদন্তে আসা কেন্দ্রীয় দলের সদস্যরা বিজেপির লোক নয়', কোন প্রসঙ্গে এমন মন্তব্য অগ্নিমিত্রার?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement