Justice Rajasekhar Mantha: সাসপেন্ড হতে পারেন আইনজীবীরা, বিচারপতি রাজশেখর মান্থা বিতর্কে তুঙ্গে শোরগোল
- Published by:Suman Biswas
- Written by:Rajib Chakraborty
Last Updated:
Justice Rajasekhar Mantha: কাউন্সিলের চেয়ারম্যান মনন কুমার মিশ্র যেদিন জানিয়েছেন ৩ সদস্যের এই কমিটিতে রয়েছেন বার কাউন্সিলের সদস্য রবীন্দ্র কুমার রাইজাদা, অশোক মেহতা এবং বন্দনা কৌর গ্রোভর।
#রাজীব চক্রবর্তী, নয়াদিল্লি: বিচারপতি রাজশেখর মান্থার এজলাস বয়কট ও পোস্টার বিতর্কে কোন আইনজীবীর বিরুদ্ধে দোষ প্রমাণিত হলে তাকে সাসপেন্ড করতে পারে বার কাউন্সিল অফ ইন্ডিয়া। দিল্লিতে এমনটাই জানিয়েছেন বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান মনোনয় কুমার মিশ্র।
এদিকে, রবিবার রাজ্যে যাচ্ছে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার ৩ সদস্যের প্রতিনিধি দল। গতকালই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করেছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া।
কাউন্সিলের চেয়ারম্যান মনন কুমার মিশ্র যেদিন জানিয়েছেন ৩ সদস্যের এই কমিটিতে রয়েছেন বার কাউন্সিলের সদস্য রবীন্দ্র কুমার রাইজাদা, অশোক মেহতা এবং বন্দনা কৌর গ্রোভর।এ ব্যাপারে কলকাতা হাইকোর্টের রেজিস্টার জেনারেলকে লেখা চিঠিতে বার কাউন্সিলের যুগ্ম সম্পাদক অবনীশ কুমার পান্ডে জানিয়েছেন, কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এজলাস বয়কট এবং শহরের বিভিন্ন জায়গা সহ তাঁর বাড়ির সামনে পোস্টার দেওয়ার ঘটনা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভিডিও এবং ছবি। সেই সব বিষয়গুলি খতিয়ে দেখে সত্যতা যাচাই করবে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যরা। এই বিষয়ে তারা সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য ভিডিওগ্রাফি সংগ্রহ করবেন।
advertisement
advertisement
আগামী ১৭ জানুয়ারির মধ্যে রিপোর্ট পেশ করবে এই কমিটি। প্রসঙ্গত উল্লেখ্য, 'ল'ইয়ারস ফর জাস্টিস' নামক আইনজীবীদের একটি সংগঠন গতকাল বার কাউন্সিল অফ ইন্ডিয়ার দৃষ্টি আকর্ষণ করে বিচারপতি রাজশেখর মান্থার উপর আক্রমণ এবং বিচার ব্যবস্থা অবমাননার অভিযোগে দ্রুত ব্যবস্থা গ্রহণের আরজি জানায়। এই সংগঠনের নেতা তথা বার কাউন্সিল অফ ইন্ডিয়ার সদস্য আইনজীবী কবীর শংকর বসু জানান, "বিচারপতি রাজশেখর মান্থার সঙ্গে যা হয়েছে সেটা পশ্চিমবঙ্গের সামগ্রিক পরিস্থিতি বোঝার জন্য যথেষ্ট। হাইকোর্টের একজন বিচারপতি সঙ্গে যদি এই ঘটনা ঘটতে পারে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? তাছাড়া এই ঘটনা শুধু কোন একজন বিচারপতির উপর আক্রমণ হিসেবে দেখা উচিত নয়।
advertisement
আরও পড়ুন: রাতের গার্লস হস্টেলের বাথরুমে উঁকি মারছে কে? মারাত্মক ঘটনা কল্যাণীতে! ভোর হতেই বাইরে ছাত্রীরা
আদালতে দাঁড়িয়ে গায়ের জোরে বিচারপতির এজলাস অবরুদ্ধ করা এবং তাঁকে হুমকি দিয়ে পোস্টার সাঁটানো সামগ্রিক বিচার ব্যবস্থার উপর আক্রমণ। বার কাউন্সিল এর কাছে আমরা এর প্রতিকার চেয়েছি।"সংগঠনের তরফে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান মনোনয়ন কুমার মিশ্রকে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। স্মারকলিপি পাওয়ার পর বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান মনন কুমার মিশ্র জানিয়েছেন, "বিচারপতি রাজশেখর মন্থার উপরে এই আক্রমণ অনভিপ্রেত এবং নিন্দনীয়। এই ঘটনা মেনে নেওয়া যায় না। খুব শীঘ্রই তিন সদস্যের প্রতিনিধি দল রাজ্যে গিয়ে পুরো ঘটনার সরজমিনে তদন্ত করবে এবং রিপোর্ট পেশ করবে।"
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 13, 2023 12:25 PM IST

