South 24 Parganas News: ২২ টি স্কুলের পড়ুয়াদের নিয়ে তিনদিনের আঞ্চলিক বাস্কেটবল টুর্নামেন্ট বারুইপুর

Last Updated:

South 24 Parganas News: খেলাধুলার প্রতি পড়ুয়াদের আগ্রহ বাড়াতে এবারে এগিয়ে এলসিআইএসইঅনুমোদিত একটি বারুইপুরের শিক্ষা প্রতিষ্ঠান। দি ফিউচার ফাউন্ডেশন স্কুলের উদ্যোগে আয়োজিত হল বাস্কেটবল প্রতিযোগিতা।

+
বাস্কেটবল

বাস্কেটবল টুর্নামেন্ট

দক্ষিণ 24 পরগনা: খেলাধুলার প্রতি পড়ুয়াদের আগ্রহ বাড়াতে এবারে এগিয়ে এলসিআইএসইঅনুমোদিত একটি বারুইপুরের শিক্ষা প্রতিষ্ঠান। দি ফিউচার ফাউন্ডেশন স্কুলের উদ্যোগে সিআইএসসিইর তিনদিনের আঞ্চলিক বাস্কেট বল টুর্নামেন্টে ছেলেদের বিভাগের খেলা আয়োজিত হল বারুইপুর থানার উত্তরভাগের দি ফিউচার ফাউন্ডেশনে স্কুলের মাঠে। টুর্নামেন্টে বহু পড়ুয়া অংশ নেন। এই টুর্নামেন্ট থেকে ছেলেদের জাতীয় স্তরে পাঠানো হবে জানা গিয়েছে।
অনূর্ধ্ব ১৪,১৭ ও ১৯ বছরের ছাত্ররা এই টুর্নামেন্টে অংশ নেয়। এই বিভাগের ২২ টি স্কুল অংশ নেয়। মোট ৩৫০ জন পড়ুয়া এই বাস্কেটবল টুর্নামেন্টে অংশ নিয়েছে। এই বাস্কেটবল শারীর শিক্ষার ওপরে অনেকখানি কাজ করে। একটা পড়ুয়ার পড়াশোনার পাশাপাশি শরীরের প্রতি যত্ন নেওয়ার ক্ষেত্রে কি কি করনীয় তা এই স্কুলের পঠন-পাঠনের মধ্যে দিয়ে তুলে ধরা হয়, পাশাপাশি শরীরচর্চার যত্ন নিতে বাস্কেটবল খেলার প্রতি আগ্রহ বাড়াতে আঞ্চলিক স্তরে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। যাতে অংশ নিয়ে খুশি পড়ুয়ারা।
advertisement
এ দিনের এই খেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ রঞ্জন মিত্র ও কলকাতা ট্রাফিক পুলিশের আধিকারিক, ও স্পোর্টস কমিটির সদস্য। এছাড়া পশ্চিমবঙ্গ এবং উত্তর-পূর্ব অঞ্চলের সিআইএসই আঞ্চলিক ক্রীড়া সমন্বয়কারী সহ একাধিক ব্যক্তিত্বগণ। বর্তমান সময়ে পড়ুয়ারা মোবাইল নির্ভর, কম্পিউটার নির্ভর জীবন যাপনে অভ্যস্ত হয়ে উঠছে। হারিয়ে যাচ্ছে খেলাধুলা, আর সেই খেলাধুলাকে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠান।
advertisement
advertisement
আগামী দিনে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এইভাবে খেলাধুলার মাধ্যমে শারীর শিক্ষার মধ্যে দিয়ে পঠন পাঠন দিলে পড়ুয়াদের আগামী দিনের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে বলে মনে করেন প্রতিযোগিতায় আসা বহু অভিভাবকগন।আর এই প্রতিযোগিতায় অংশ নিয়ে খুশি পড়ুয়ারা।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: ২২ টি স্কুলের পড়ুয়াদের নিয়ে তিনদিনের আঞ্চলিক বাস্কেটবল টুর্নামেন্ট বারুইপুর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement