মাঝরাতে বাইকে ঘোরাঘুরি করছে অপরিচিত যুবক, দেখেই তেড়ে এল বারইপুরের 'লোকাল দাদারা', ভয়ঙ্কর পরিণতি
- Published by:Pooja Basu
- local18
Last Updated:
রক্তাক্ত অবস্থায় শুভঙ্করকে বাইকে করে তার দুই সঙ্গী বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷ তবে সেখানে পৌঁছনোর পর তার চিকিৎসকরা শুভঙ্করকে মৃত বলে ঘোষণা করেন।
দক্ষিণ ২৪ পরগনা; বারুইপুর: মাঝরাতে অপরিচিত যুবকদের বাইকে করে ঘোরাঘুরি করতে দেখে বচসা, বচসা থেকে হাতাহাতি, পরে ছুরির আঘাতে মৃত্যু হল এক যুবকের
৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে।
শনিবার রাত প্রায় সাড়ে বারোটা নাগাদ বারুইপুর থানার মাদারাট গ্রাম পঞ্চায়েতের টগরবেরিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনেই তিন যুবকের বাইক আটকায় স্থানীয় তিন যুবক। এত রাতে পাড়ার রাস্তায় তারা কি করছে? তা জিজ্ঞাসা করার পাশাপাশি বাইকের চাবিও খুলে নেয়। এই থেকেই শুরু হয় বচসা। বচসা থেকে হাতাহাতি এবং অবশেষে স্থানীয় জগায়, অরূপ ও ভূত নামে তিনজন মিলে আক্রমণ করে বাইক আরোহীকে৷ বাইক আরোহীর নাম শুভঙ্কর মণ্ডল৷ শুভঙ্করকে ছুরি মারতে শুরু করে৷ ছুরির আঘাতে শুভঙ্করের মৃত্যু হয়৷ পুলিশকে এমনই জানায় মৃত বাইক আরোহীর দুই সঙ্গী। শুভঙ্কর মাটিতে লুটিয়ে পড়ে৷ এই পরিস্থিতি দেখে তাকে মারতে থাকা স্থানীয় তিন যুবক সেখান থেকে পালিয়ে যায়।
advertisement
advertisement
রক্তাক্ত অবস্থায় শুভঙ্করকে বাইকে করে তার দুই সঙ্গী বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷ তবে সেখানে পৌঁছনোর পর তার চিকিৎসকরা শুভঙ্করকে মৃত বলে ঘোষণা করেন। বারুইপুর থানার পুলিশ এসে মৃত শুভঙ্করের সঙ্গে থাকা এক নাবালক ও বাবাই নামে আরও একজনকে আটক করেছে।
advertisement
রাতে ঘটনাস্থলে আসে বারুইপুর থানার পুলিশ। যদিও অভিযুক্ত তিন যুবক পলাতক। এভাবে রাতের অন্ধকারে বাইক আরোহীর উপর হামলার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে৷ কেন অভাবে আঘাত করা হল, অভিযুক্তদের কী উদ্দেশ্য ছিল, তা নিয়ে উঠছে প্রশ্ন৷
অর্পন মণ্ডল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 17, 2025 11:00 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মাঝরাতে বাইকে ঘোরাঘুরি করছে অপরিচিত যুবক, দেখেই তেড়ে এল বারইপুরের 'লোকাল দাদারা', ভয়ঙ্কর পরিণতি