Nadia News: গান গাইতে গাইতে বানিয়ে চলছেন নিত্যনতুন বাদ্যযন্ত্র! নদিয়ার এই যুবককে চিনছে গোটা বিশ্ব! আপনি কি চেনেন?

Last Updated:

NADIA NEWS: স্বয়ং মনসুর ফকির বাজান তাঁর তৈরি বিশেষ দোতারা! নদিয়ার যুবকের কাস্টমাইজ তারের বাদ্যযন্ত্র! তাঁর বানানো বাদ্যযন্ত্রের মধ্যে রয়েছে মনসুরি দোতারা, কৃষ্ণপ্রিয়া দোতারা, বড় কৃষ্ণপ্রিয়া দোতারা, বিভিন্ন ধরনের ম্যান্ডোলিন, ব্যানঝুঁকি বলে একটি আরবিয়ান বাদ্যযন্ত্র, এছাড়াও বানাচ্ছেন ছোট শরদ!

+
নদিয়ার

নদিয়ার এই যুবক বানিয়েছেন মানসুর ফকিরের জন্য বাদ্যযন্ত্র

নদিয়া: বাউল গানের এক অন্যতম বিশ্বসমাদৃত শিল্পী মনসুর ফকিরকে কিছুদিন আগেই বলতে শোনা গিয়েছিল তাঁর হাতে বর্তমানে যে বাদ্যযন্ত্রটি থাকে সেটি শান্তিপুরের তাঁর এক শিষ্যের তৈরি করা এবং ভবিষ্যতেও তিনি এই বাদ্যযন্ত্র দিয়েই গেয়ে যাবেন তাঁর গান। আর এই কথা শুনেই আবেগে আপ্লুত নদীয়ার শান্তিপুরের বাদ্যযন্ত্র শিল্পী তুহিন চক্রবর্তী। যিনি কলা বিভাগে পড়াশোনা করার পর পড়াশোনা করেছেন এনসিসির মাধ্যমে অ্যারোনটিক বিষয়ের ওপর।
advertisement
এছাড়াও অ্যাডভেঞ্চার্স কোর্সের ওপর দিল্লিতে গিয়ে পশ্চিমবঙ্গকে রিপ্রেজেন্ট করে সেখানে বিজেতা হয়ে পুরস্কার পেয়েছিলেন তৎকালীন রাজ্যপাল এম কে নারায়ণনের কাছ থেকে। এরপর খড়গপুর আইআইটি-তে অ্যারো মডেলিং ইনস্ট্রাক্টর হিসেবে চাকরি করেন। তবে বরাবরই তাঁর ইচ্ছে ছিল নিজের কিছু একটি ব্যবসা শুরু করার তাঁর পাশাপাশি তাঁর ঝোঁক ছিল সংগীতের ওপর।
advertisement
advertisement
এরপরই নিজের প্যাশনকে অনুসরণ করে তিনি নিজের বাড়িতেই বানাতে শুরু করেন একের পর এক বাদ্যযন্ত্র। তবে তিনি বানিয়ে থাকেন সমস্ত তারের বাদ্যযন্ত্র। অর্থাৎ এই বাদ্যযন্ত্রগুলি তারের মাধ্যমে বাজানো হয়ে থাকে, তবে এর মধ্যে রয়েছে একটি বিশেষত্ব। সাধারণ চিরাচরিত তারের বাদ্যযন্ত্র ছাড়াও তিনি এক্সপেরিমেন্ট করে শিল্পীর চাহিদা মতো বানিয়ে থাকেন কাস্টমাইজ বাদ্যযন্ত্রও। তিনি যে সমস্ত বাদ্যযন্ত্র বানান সবগুলোই মেটাল স্ট্রিং কিংবা ফাইবার স্ট্রিংয়ের।
advertisement
তাঁর তৈরি বাদ্যযন্ত্রের মধ্যে রয়েছে মনসুরি দোতারা, কৃষ্ণপ্রিয়া দোতারা, বড় কৃষ্ণপ্রিয়া দোতারা, বিভিন্ন ধরনের ম্যান্ডোলিন, ব্যানঝুঁকি বলে একটি আরবীয় বাদ্যযন্ত্র, এছাড়াও বানাচ্ছেন ছোট সরোদ। কারণ তিনি মনে করেন সরোদ আকারে বেশ খানিকটা বড় হয় এবং যার দাম ৩০ থেকে ৩৫ হাজার টাকার কাছাকাছি। কিন্তু একই বাদ্যযন্ত্র যদি একটু ছোট আকারে বানানো হয় আর তার দামটা অর্ধেকের কাছাকাছি নিয়ে আসা হয় তাহলে বেশিরভাগ ফোক সংগীতশিল্পীরা কিনতে আগ্রহী হবেন।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: গান গাইতে গাইতে বানিয়ে চলছেন নিত্যনতুন বাদ্যযন্ত্র! নদিয়ার এই যুবককে চিনছে গোটা বিশ্ব! আপনি কি চেনেন?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement