উপোস থেকে কেক বানাচ্ছেন কারিগর! এবার জন্মষ্টমীর বিশেষ প্রসাদ, গোপালের জন্য তৈরি কেক 

Last Updated:

বাঙালি থেকে অবাঙালি, ঘরে ঘরে গোপালের জন্য তৈরি বিশেষ কেক কিনতে ভিড় হাওড়ার দোকানে৷

This year special cake prepared for janmashtami puja for Gopal
This year special cake prepared for janmashtami puja for Gopal
#হাওড়া: বাড়িতে সন্তানের জন্মদিন মানেই তো সুন্দর একটা কেক তাহলে গোপাল ঠাকুরের জন্য নয় কেন ? এবার সেই সাধও মেটাতে হাজির হাওড়ার এক প্রসিদ্ধ মিষ্টান্ন ও বেকারি সংস্থা | একেবারে নিরামিষ ভাবে তৈরী বিভিন্ন মাপ ও বিভিন্ন স্বাদের সুস্বাদু কেক | বৃহস্পতিবার গভীর রাত থেকেই বাড়িতে বাড়িতে শুরু হবে ঘরের গোপাল ঠাকুরের পুজো, জন্মষ্টমী পুজোতে এবার বাড়ির গোপালকে কেক খাওয়াতে ভিড় জমছে দোকানে |
কেউ চকোলেট তো কেউ স্ট্রবেরি আবার চাইলে বাটারস্কচ সবই মিলছে দোকানে | সুস্বাদ ও সুসজ্জিত  এই কেকের দামও সবার হাতের মুঠোয় | এখন বাঙালি প্রতিটি বাড়িতেই জন্মদিন মানেই কেক কাটার রীতি সর্বত্র | বাঙালির ঘরে গোপাল ঠাকুরও বাড়ির সদস্যর স্থান পায়, তাই এবার গোপালের জন্য কেক পেয়ে স্বভাবতই খুশি আপামর গোপালভক্ত বাঙালি  |
advertisement
advertisement
পুজোর কথা মাথায় রেখেই এই কেক তৈরিতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা | শোনা যাচ্ছে কেক তৈরীর শিল্পী নিজেও নাকি সারাদিন উপবাস থেকেছেন | এই বিশেষ ধরণের কেকে থাকছে গোপালের ময়ূরের পালাক তৈরি হয়েছে ক্ষীর দিয়ে, কেকের ওপরে থাকছে গোপালের প্রিয় বাঁশি এমকি থাকছে গোপালের প্রিয় মাখনের কলসও |
advertisement
আবার কলস উল্টে বেয়ে পড়ছে মাখন, অপরূপ দেখতে এই কেক কিনতে ভিড় জমছে হাওড়ার সালকিয়া ব্রজনাথ গ্র্যান্ড সন্স এর দোকানে | দোকানের কর্ণধার অসীম দাসের দাবি, ‘‘প্রতিবার গোপাল ঠাকুরের পুজো উপলক্ষে বিভিন্ন ধরণের বিশেষ মিষ্টি তৈরি করা হয় | এবার তাই মিষ্টির পাশাপাশি গোপালের জন্য বিশিষ কেক তৈরির সিদ্ধান্ত নিয়েছিলাম |  সেই কেক দোকানে ডিসপ্লে হতেই মানুষের চাহিদা তুঙ্গে উঠেছে | শুধু হাওড়া নয় কলকাতা থেকে অনলাইনে আসছে গোপাল এর জন্য বিশেষ কেকের অর্ডার | এবার কেক কেটেই জন্মাষ্টমী পালন হবে বাংলায় |’’
advertisement
Debasish Chakraborty
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
উপোস থেকে কেক বানাচ্ছেন কারিগর! এবার জন্মষ্টমীর বিশেষ প্রসাদ, গোপালের জন্য তৈরি কেক 
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement