Weather Alert: বঙ্গোপসাগরে নিম্নচাপ, সঙ্গী মায়ানমারের ঘূর্ণাবর্ত, তুলকালাম বৃষ্টির পূর্বাভাস কলকাতা ও দক্ষিণবঙ্গে

Last Updated:
Weather Update: প্রবল বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়ার চরম পাল্টি৷
1/6
#কলকাতা: গত সপ্তাহান্তে বঙ্গোপসাগরের  নিম্নচাপের জেরে বেশ টানা বৃষ্টিতে ভিজেছিল কলকাতা ও দক্ষিণবঙ্গ৷ অনেকটাই সেই ঢঙেই এই সপ্তাহান্তেও বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা৷ যার জেরে অন্তত শনিবার অবধি কলকাতা সহ দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টি হবে৷ Photo Courtesy- IMD/Sattellite Image 
#কলকাতা: গত সপ্তাহান্তে বঙ্গোপসাগরের  নিম্নচাপের জেরে বেশ টানা বৃষ্টিতে ভিজেছিল কলকাতা ও দক্ষিণবঙ্গ৷ অনেকটাই সেই ঢঙেই এই সপ্তাহান্তেও বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা৷ যার জেরে অন্তত শনিবার অবধি কলকাতা সহ দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টি হবে৷ Photo Courtesy- IMD/Sattellite Image 
advertisement
2/6
ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে ওড়িশা উপকূলে তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছে৷ যেভাবে বৃষ্টি ওড়িশাতে আরও বাড়বে তার জেরেই প্রথমে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুর অর্থাৎ উপকূলের জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা বাড়বে৷ Photo -File
ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে ওড়িশা উপকূলে তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছে৷ যেভাবে বৃষ্টি ওড়িশাতে আরও বাড়বে তার জেরেই প্রথমে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুর অর্থাৎ উপকূলের জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা বাড়বে৷ Photo -File
advertisement
3/6
কলকাতার ওয়েদার আপডেটেও বলা হয়েছে দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে৷ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনাও জারি রয়েছে৷ Photo -File 
কলকাতার ওয়েদার আপডেটেও বলা হয়েছে দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে৷ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনাও জারি রয়েছে৷ Photo -File 
advertisement
4/6
এদিকে বৃষ্টির সঙ্গী হবে ঝোড়ো হাওয়া ৷ ৪০ -৫০ কিলোমিটার গতিতে বইবে হাওয়া৷ পাশাপাশি সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের৷  Photo -File 
এদিকে বৃষ্টির সঙ্গী হবে ঝোড়ো হাওয়া ৷ ৪০ -৫০ কিলোমিটার গতিতে বইবে হাওয়া৷ পাশাপাশি সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের৷  Photo -File 
advertisement
5/6
এদিকে কলকাতার আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮৭ শতাংশ ৷ সারাদিনই কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে৷ সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকলেও ফিল লাইক তাপমাত্রা ৩৬ -৩৭ ডিগ্রি সেলসিয়াসের মতো অনুভূত হতে পারে৷ Photo Courtesy- Accuweather
এদিকে কলকাতার আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮৭ শতাংশ ৷ সারাদিনই কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে৷ সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকলেও ফিল লাইক তাপমাত্রা ৩৬ -৩৭ ডিগ্রি সেলসিয়াসের মতো অনুভূত হতে পারে৷ Photo Courtesy- Accuweather
advertisement
6/6
এদিকে বৃষ্টি হলে তখন অস্বস্তি কমবে৷ পাশাপাশি ঝোড়ো হাওয়ার জেরেও গরম ভাবটা খানিকটা হলেও কম লাগব৷ শনিবার অবধি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টির পূর্বাভাস জারি থাকবে৷ Photo Courtesy- IMD/Sattellite Image 
এদিকে বৃষ্টি হলে তখন অস্বস্তি কমবে৷ পাশাপাশি ঝোড়ো হাওয়ার জেরেও গরম ভাবটা খানিকটা হলেও কম লাগব৷ শনিবার অবধি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টির পূর্বাভাস জারি থাকবে৷ Photo Courtesy- IMD/Sattellite Image 
advertisement
advertisement
advertisement