Palanquin: সাবেক ধাঁচে বিয়ে করতে চান? এখনও পালকি ভাড়া পাওয়া যায় বাংলার এই গ্রামে! ঝটপট দেখে নিন

Last Updated:

Palanquin:একটি গ্রাম রয়েছে পূর্ব বর্ধমানে, যেখানে এখনও পালকি ভাড়া পাওয়া যায়। বিয়ের সিজন শুরু হলে কদর বাড়ে এই পালকির।

+
সাবেক

সাবেক ধাঁচে বিয়ে করতে চান? এখনও পালকি ভাড়া পাওয়া যায় বাংলার এই গ্রামে! ঝটপট দেখে নিন

পূর্ব বর্ধমান: \”পালকি তে বউ চলে যায়\” এই গান এখনও শোনা যায়। তবে বর্তমানে আর সে ভাবে পালকির দেখা মেলে না। পালকিতে চড়ে বিয়ে করতে গিয়েছেন এরকম মানুষ এ যুগে মেলা ভার। তবে একেবারে অবাস্তবও নয়। এখনও গ্রাম বাংলায় এরকম অনেক কিছুই রয়েছে যা গল্প কথা মনে হলেও বাস্তবে দেখা যায়। পালকিতে চড়ে বিয়ে তাও আবার অল্প খরচেই যদি হয়, তাতে খুব একটা আপত্তিও নেই। এরকমই একটি গ্রাম রয়েছে পূর্ব বর্ধমানে, যেখানে এখনও পালকি ভাড়া পাওয়া যায়।
বাতাসে ইতিমধ্যেই শীতের আমেজ । কিছুদিন পর থেকেই শুরু হবে বিয়ের মরসুম। একের পর একটা আসতে থাকবে বিয়ের তারিখ। আধুনিকতার যুগে অধিকাংশই নামীদামি গাড়িতে চেপে যান বিয়ে করতে। কিন্তু চারচাকা দামি গাড়ি থাকলেও, বাজারে আবার ফিরে আসছে পুরানো ঐতিহ্য। অনেকেই আছেন যাদের নিজেদের বিয়ে নিয়ে একটু অন্যরকম উন্মাদনা কাজ করে। তাই যারা নিজেদের বিয়েকে আরও বিশেষ করে তুলতে চাইছেন গাড়ি বদলে, চাপতে পারেন পালকিতে। পালকি বহু পুরানো এক ঐতিহ্য। অতীতে ঘোড়া এবং পালকি ছিল একমাত্র ভরসা। কিন্তু আধুনিকতার যুগে পালকির চল ধীরে ধীরে কিছুটা কমে গিয়েছিল। তবে বর্তমানে আবার চাহিদা বাড়তে শুরু করেছে পালকির। পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত একটি গ্রাম হল বাউরা। এই গ্রামেই রয়েছেন মিহির ঘোষ নামের এক ব্যক্তি। যিনি আজও করে আসছেন পালকির ব্যবসা। আধুনিকতার যুগেও টিকিয়ে রেখেছেন পুরানো ঐতিহ্যকে ।
advertisement
advertisement
আরও পড়ুন- কয়েক পা হাঁটলেই ক্লান্ত হয়ে পড়ছেন? সিঁড়ি ভাঙতে কষ্ট? সাবধান…! কীসের উপসর্গ? জেনে নিন
এই বিষয়ে তিনি জানিয়েছেন, \”বহু আগে পালকির ভাল চাহিদা ছিল। কিন্তু দীর্ঘ প্রায় ১৫ বছর পালকির কোনও চাহিদা ছিল না। পরবর্তীতে ২০১৮ সাল থেকে আবার পালকির চাহিদা বাড়তে শুরু করে। এবছর ব্যাপক চাহিদা রয়েছে পালকির। আমার প্রথমে একটা পালকি ছিল কিন্তু এখন মোট পাঁচটা পালকি রয়েছে।\” মিহির বাবুর কথায় সত্যিই হারিয়ে গিয়েছিল পুরানো এই ঐতিহ্য। কিন্তু আবার বাজার দাপিয়ে বেড়াচ্ছে পুরানো এই পালকি । বিয়ের মরশুমে আবার চাহিদা বাড়তে শুরু করেছে পালকির। এরই মধ্যে বহু দূর দূরান্ত থেকে পালকি ভাড়ার জন্য ফোন আসে মিহির বাবুর কাছে। বাউরা গ্রামের মিহির বাবুর পালকি পাড়ি দিয়েছে মুর্শিদাবাদ, হাওড়া, করিমপুরের মত আরও বহু জায়গায়। তবে যখন সকলে এই ব্যবসা থেকে সড়ে গিয়েছিলেন, তখন কিন্তু পিছু হটেননি মিহির বাবু। তিনি নিজে প্রায় ৫০ বছর ধরে চালিয়ে আসছেন এই পালকির ব্যবসা।
advertisement
বিয়ের জন্য যখন পালকি পাঠানো হয় তখন, চোখ ধাঁধানো রূপে সাজিয়ে তোলা হয় পালকি। বেহারাদের জন্য থাকে আলাদা পোশাক। পূর্ব বর্ধমানের বাউরা গ্রামের মিহির বাবু বেয়ারা নিয়ে আসেন মুর্শিদাবাদ জেলা থেকে । বেহারা সমেত পালকি পাঠিয়ে দেন দূর দূরান্তে। সবমিলিয়ে বর্তমানে বিয়েকে একটা অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে পালকি । চাইলে বিয়ের অনুষ্ঠানের জন্য ভাড়া করতে পারেন পালকি। সেক্ষেত্রে যোগাযোগ করতে হবে , 9735889813 অথবা 7679703996 এই নাম্বারে।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Palanquin: সাবেক ধাঁচে বিয়ে করতে চান? এখনও পালকি ভাড়া পাওয়া যায় বাংলার এই গ্রামে! ঝটপট দেখে নিন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement