Nadia News: ম্যাজিক দেখিয়েই ঘরবাড়ি! ৩০ বছর ধরে সংসার চালাচ্ছেন এই জাদুকর দম্পতি
- Published by:Tias Banerjee
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
ম্যাজিক করেই ঘর সংসার, একমাত্র মেয়ের পড়াশোনার পর বিয়ে, ৩২ বছর ধরে রানাঘাটের এক দম্পতি বিভিন্ন এলাকা এবং স্কুলে স্কুলে শো করে চলেছেন ম্যাজিকের।
রানাঘাট: ম্যাজিক দেখিয়েই ঘর সংসার। একমাত্র মেয়ের পড়াশোনার পর বিয়ে। ৩২ বছর ধরে রানাঘাটের এক দম্পতি বিভিন্ন এলাকা এবং স্কুলে স্কুলে ম্যাজিকের শো করে চলেছেন রানাঘাটের রবিন কুমার ভট্টাচার্য এবং তার স্ত্রী বেবি ভট্টাচার্য।
বিভিন্ন অনুষ্ঠানে স্বামীকে সহযোগিতা করতে করতেই নিজে ম্যাজিশিয়ান হয়ে ওঠা রেবিরও। ম্যাজিককে ভালোবেসেই একমাত্র কন্যাসন্তানকে নাচ, গান, আবৃত্তির পাশাপাশি শিক্ষা দিয়েছিলেন নিজেদের পেশার। গ্র্যাজুয়েশন করার পর শান্তিপুরে বিয়ে দিয়েছেন মেয়ের। এখন ঝাড়া হাত-পা, বয়স বাড়লেও ম্যাজিকের প্রচার এবং প্রসার ঘটাতে এতটুকু ক্লান্ত হন না ওই ম্যাজিসিয়ান দম্পতি।
advertisement
advertisement
চারচাকা গাড়ি কেনার সামর্থ্য না হলেও সকালের খাওয়া-দাওয়া সেরে একটি টোটোম্যাজিকের যাবতীয় সরঞ্জাম তুলে নিয়ে বিভিন্ন শহর এবং গ্রাম গঞ্জের বিদ্যালয়ে পৌঁছে যান তাঁরা। ছাত্র-ছাত্রীদের দেখান ম্যাজিক, ঝাড়ফুক মন্ত্র তন্ত্র এসব অলৌকিক বিষয়ে কিছুই নয় শেখান পেছনে ঢাকা শিল্পকলা বিজ্ঞান এবং অনুশীলনের পদ্ধতি।
এ প্রসঙ্গে বেবি ভট্টাচার্য বলেন, তার শ্বশুর, ননদও বিখ্যাত জাদুকর। তাই স্বামীর সঙ্গে এই কাজে বেরোনোর জন্য পারিবারিক কোনও প্রতিবন্ধকতা তৈরি হয়নি বরং উৎসাহ পেয়েছেন অনেকটাই। এমনকি বিয়ের আগে মেয়েকেও নিয়ে যেতেন একই সঙ্গে।
advertisement
নদিয়ার শান্তিপুর মালঞ্চ উচ্চ বিদ্যালয়ে তার স্বামী এবং তিনি ম্যাজিক দেখিয়ে জানালেন বিভিন্ন বড় বড় স্টেজ প্রোগ্রাম হলেও ছাত্র-ছাত্রীদের মাঝে ম্যাজিক দেখিয়েই সবচেয়ে বেশি তৃপ্তি হয়। তবে ভবিষ্যতে এদের মধ্যে থেকেই যদি কোন ম্যাজিশিয়ান তৈরি হয় তাহলে আরও বেশি খুশি হবেন। তবে প্রত্যেক ম্যাজিসিয়ানের আলাদা একটি নাম থাকে সেক্ষেত্রে তিনি নিজের নাম পরিবর্তিত করেননি। বলেন, স্বামীই শিক্ষাগুরু তাই তার পরিচয়ে পরিচিত হওয়াই গর্বের।
advertisement
ম্যাজিশিয়ান রবিন ভট্টাচার্য জানান, কুসংস্কার মুক্ত হওয়ার ফলে ম্যাজিকের প্রচার এবং প্রসার অনেকটাই বেড়েছে। বিশেষ করে ছাত্রছাত্রীদের হাতের নাগালে বিভিন্ন ধরনের উপকরণ চলে আসার ফলে তারা অনেকটাই বিজ্ঞানমনস্ক হয়েছে। সামাজিক এবং পরিবেশগত বিভিন্ন বার্তা এই ম্যাজিকের ছলেই তাদের মনের মধ্যে গেঁথে দেওয়া যায়। যা শিশু কিশোর মনের প্রভাব পড়ে আর তারাই তাদের বাড়ির পরিবেশ বদলাতে পারে। তাই মনোরঞ্জন এবং কৌতুকের মধ্যে দিয়ে কখনো পাপেট ব্যবহার করে কখনো বা অন্য উপায়ে বিভিন্ন ধরনের বার্তা দেওয়া হয়ে থাকে।
advertisement
মৈনাক দেবনাথ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 02, 2024 6:14 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: ম্যাজিক দেখিয়েই ঘরবাড়ি! ৩০ বছর ধরে সংসার চালাচ্ছেন এই জাদুকর দম্পতি