Bankura News: মাথায় হেলমেট, হাতে গিটার! এ কী করছে বাঁকুড়ার মেয়ে? 'পাগলামি' দেখতে উপচে পরে ভিড়!

Last Updated:

Bankura News: মাথায় হেলমেট, হাতে গিটার! গাইছে এক অদ্ভুত গান! আসলে কী করছে বাঁকুড়ার ঝিমলি? দেখলে চমকাবেন।

+
ঝিমলি

ঝিমলি চ্যাটার্জী 

বাঁকুড়া: মাথায় হেলমেট, হাতে গিটার! গাইছে এক অদ্ভুত গান! যে গানে উঠে আসছে হেলমেট পড়ার কথা, ট্রাফিক আইন মানার কথা এবং সেফ ড্রাইভ, সেভ লাইফের কথা। সবে মাধ্যমিক দিয়েছে ঝিমলি চ্যাটার্জী, বর্তমানে বাঁকুড়া টাউন গার্লসের ছাত্রী সে।
ক্লাস ওয়ান থেকে বাঁকুড়া ট্রাফিক পুলিশের ট্র্যাফিক আইন সচেতনতার গান গাইছে ঝিমলি। এই নিয়ে বহু মৌলিক গান সে গেয়েছে। গান গুলি রচনা করেছেন ঝিমলির বাবা এবং সঙ্গীত শিক্ষক। এই গানগুলিই শোনা যায় ট্রাফিক পুলিশের রোড সেফটির সচেতনতার সময়।
advertisement
advertisement
১২০০০ কিমি রেঞ্জ! রাফাল, F35 এর কাছে নস্যি… ভারত আনছে এক ‘বিধ্বংসী জেট’! দাম জানলে মাথা ঘুরবে! 
পড়াশোনার পাশাপাশি, গিটার এবং গানবাজনা দুই করে থাকে ঝিমলি। বাড়িতে পথ সুরক্ষার গান বাদেও অন্যান্য সব ধরনের গান গেয়ে থাকে ঝিমলি। পরিবারের সদস্যরা যথেষ্ঠ খুশি এবং গর্বিত ঝিমলিকে নিয়ে। পরবর্তীকালে গান নিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছে রয়েছে ঝিমলির। ঝিমলি চ্যাটার্জি জানিয়েছে যে ভবিষ্যতে গান নিয়ে এগিয়ে যেতে চায় সে।
advertisement
বাঁকুড়ার এই কিশোরী দীর্ঘদিন ধরেই এই কাজ করে আসছে। বাঁকুড়ার মোড়ে মোড়ে যে ট্রাফিক সচেতনতার গান শোনা যায় সেগুলি তারই গাওয়া। সেই কারণে মাথায় হেলমেট পড়ে হাতে গিটার নিয়ে ঝিমলিকে যদি দেখতে পান তাহলে হয়ত একটু অবাক হবেন কিম্বা একটু হাসিও পাবে।
তবে এই ঝিমলির গানেই প্রাণ ফিরে পাচ্ছেন বহু মানুষ। তার গাওয়া গানেই উদ্বুদ্ধ হয়ে হেলমেট পরে নিজের সুরক্ষা করছেন সাধারণ মানুষ। ঠিক যেন সেফ ড্রাইভ প্রচারের দ্বায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছে বাঁকুড়ার এই মেয়ে।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: মাথায় হেলমেট, হাতে গিটার! এ কী করছে বাঁকুড়ার মেয়ে? 'পাগলামি' দেখতে উপচে পরে ভিড়!
Next Article
advertisement
West Bengal Weather Update: সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
  • সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি

  • দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement