East Bardhaman News: ৯০ লাখের আকর্ষনীয় থিম করল বর্ধমানের ক্লাব, উপচে পড়ছে ভিড় 

Last Updated:

' বাঙালিনী ' নামক থিম করল বর্ধমানের এই ক্লাব। থিমের নাম যেরকম বাঙালিনী, ঠিক তেমনই রয়েছে বাংলার ছোঁয়া।

+
থিম 

থিম 

পূর্ব বর্ধমান: বাঙালির সবথেকে বড় পুজো দুর্গা পুজো। আর দুর্গা পুজোতে এবার ‘বাঙালিনী’ নামক থিম করল বর্ধমানের এই ক্লাব। থিমের নাম যেরকম ‘বাঙালিনী’, ঠিক তেমনই রয়েছে বাংলার ছোঁয়া।
রাজ্যের বেশ কয়েকটি জেলার শিল্পের ছোঁয়া রয়েছে এই থিমের মধ্যে। বর্ধমানের আলমগঞ্জ বারোয়ারি ক্লাবের তরফে তুলে ধরা হয়েছে এই থিম।
advertisement
থিম দেখলে ভাল লাগবে সকলেরই। পুজোর মরশুমে বহু মানুষ ভিড় জমাচ্ছেন আলমগঞ্জ বারোয়ারির এই থিম দেখার জন্য।
advertisement
এই বিষয়ে আলমগঞ্জ বারোয়ারির সম্পাদক শুভাশীষ সিংহ জানিয়েছেন, “আমাদের পুজোর এবারের থিম হচ্ছে বাঙালিনী। বিভিন্ন জেলার শিল্পকে আমরা এই মন্ডপের মধ্যে তুলে ধরেছি। যেমন কৃষ্ণনগরের কাঁথা স্টিচ, মেদিনীপুরের মাদুর শিল্প, বাঁকুড়ার টেরাকোটা, পুরুলিয়ার ছৌ নাচ, এই সমস্ত শিল্পের কিছু অংশ এখানে রয়েছে।”
advertisement
খাগড়া, হোগলা গাছ, ফাইবার, মাটির পুতুল, মেদিনীপুরের পাখা, মাদুরকাঠি সহ আরও বিভিন্ন জিনিস দিয়ে এই থিম সাজিয়ে তোলা হয়েছে।
আলমগঞ্জ বারোয়ারির সম্পাদক শুভাশীষ সিংহ আরও জানিয়েছেন, “এই বছরের পুজোর পর থেকেই আমাদের সামনের বছরের পুজোর প্রস্তুতি শুরু হয়। পুজোর এক দেড় মাস আগে আমরা চরম ব্যস্ততার সঙ্গে দিন কাটায়। তবে পুজোর সময় আমরা আনন্দেই থাকি। সিনিয়র জুনিয়র একসঙ্গে বসে গল্প করি আড্ডা দিই, এভাবেই পূজো কেটে যায়।”
advertisement
পুজোর থিমে শিল্পকে তুলে ধরার এহেন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আগামী দিনেও বর্ধমানের আলমগঞ্জ বারোয়ারির তরফে আকর্ষণীয় চমক থাকবে।
প্রায় ৪০ লক্ষ টাকা বাজেটের এই প্যান্ডেলে যেন সত্যিই রয়েছে বাঙালিয়ানার ছোঁয়া। বাঙালির বড় পুজোয় বর্ধমানের আলমগঞ্জ বারোয়ারির ‘বাঙালিনী ‘ থিম সত্যিই আকর্ষণীয়। রঙিন আলো এবং নিখুঁত কারুকার্যে সুন্দর ভাবে সাজিয়ে তোলা হয়েছে সম্পূর্ণ থিম। জনসাধারণও খুবই ভাল ভাবে এই পুজোর থিম দর্শন করছেন। পুজো উদ্যোক্তারাও যথেষ্ট সচেতন রয়েছেন। ব্যস্ততার সঙ্গে তাঁরাও পুজো কাটাচ্ছেন।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: ৯০ লাখের আকর্ষনীয় থিম করল বর্ধমানের ক্লাব, উপচে পড়ছে ভিড় 
Next Article
advertisement
Thiruvananthpuram Corporation Election News: কেরলেও গেরুয়া দাপট, চার দশক পর বামেদের থেকে তিরুঅনন্তপুরম পুরসভা ছিনিয়ে নিল বিজেপি!
কেরলেও গেরুয়া দাপট, চার দশক পর বামেদের থেকে তিরুঅনন্তপুরম পুরসভা ছিনিয়ে নিল বিজেপি!
  • তিরুঅনন্তপুরম পুরসভায় বিজেপি-র বড় জয়৷

  • মেয়র নির্বাচিত হলেন বিজেপি-র আর আর রাজেশ৷

  • চার দশক পর বামেদের হাত থেকে পুরসভা ছিনিয়ে নিল বিজেপি৷

VIEW MORE
advertisement
advertisement