East Bardhaman News: ছবি আঁকার জন্য বর্ধমানের এই শিল্পী পাড়ি দেন ভিন রাজ্যেও 

Last Updated:

ঝাড়খন্ড, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, বিহার সহ একাধিক রাজ্যেও পাড়ি দিয়েছেন বর্ধমানের এই শিল্পী ।

+
চিত্রশিল্পী 

চিত্রশিল্পী 

পূর্ব বর্ধমান: সেই অর্থে নেই কোনও প্রথাগত প্রশিক্ষণঅথচ আজ নিজের কাজ নিয়েই এই চিত্রশিল্পী পাড়ি দেন ভিনরাজ্যে। তাঁর হাতের আঁকা ছবি দেখলে মুগ্ধ হবেন সকলেই। পূর্ব বর্ধমান জেলার এই শিল্পীর নাম বুদ্ধদেব ব্যানার্জি। বাড়ি কাটোয়া মহকুমার বিজনগর গ্রামে। পেশায় চিত্র শিল্পী বুদ্ধদেবের ছেলেবেলা থেকেই ছবি আঁকার নেশা। পরবর্তীতে সেই নেশাই পরিণত হয় তার পেশাতেও। সেই অর্থে কোনও প্রথাগত প্রশিক্ষণ নেননি এই শিল্পী। অল্প কিছুদিন স্থানীয় এক শিল্পীর কাছে শিখলেও, মূলত নিজের অধ্যাবসাতেই এই জায়গায় পৌঁছেছেন তিনি।
তার কথায়, সেল্ফস্টাডির থেকে বড় কিছুই হতে পারে না। নিজেকে নিজের গুরু বানিয়ে দিনের পর দিন ছবি আঁকা অভ্যেস করে গিয়েছেন কাটোয়ার এই শিল্পী। এই প্রসঙ্গে চিত্রশিল্পী বুদ্ধদেব ব্যানার্জি জানিয়েছেন, “আর পাঁচজনের মত আমার শুরুটা হয়নি। নিজের চেষ্টাতেই আমি আজকে এত দূর পৌঁছেছি। তবে আমার পরিবারের শিল্প, সাহিত্যিক, কবি রয়েছেন। আমিও একজনের কাছে মাত্র কয়েক দিনের জন্য ছবি আঁকা শিখেছিলাম। কিন্তু পরবর্তীতে আমি সেল্ফ স্টাডি করে এই জায়গায় এসেছি। বুদ্ধদেব ব্যানার্জী আরও জানিয়েছেন, “চেষ্টা হচ্ছে সব থেকে বড় বিষয়। চেষ্টা করেছিলাম বলেই আজকে আমি রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যেও পাড়ি দিতে পারি। এখন আমার প্রচুর ছাত্র-ছাত্রী রয়েছে ,বেশ কয়েকটি পাবলিক স্কুলেও আমি ছবি আঁকা শেখাই।”
advertisement
advertisement
উচ্চ মাধ্যমিকের পর নানান সমস্যার জেরে আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি বুদ্ধদেব। অর্থ উপার্জনের তাগিদে বেশ কিছুদিন কয়েকটি দোকানে কাজও করতে হয়েছিল। তবে পরবর্তীতে গ্রামের স্থানীয় কিছু মানুষের উৎসাহ এবং নিজস্ব ভালো লাগায় জোরকদমে শুরু করেন ছবি আঁকা। বর্তমানে নিজে শিল্প চর্চার পাশাপাশি, অন্যদের প্রশিক্ষণও দিয়ে থাকেন বুদ্ধদেব বাবু। নিজের গ্রাম ও পার্শ্ববর্তী গ্রাম মিলিয়ে প্রায় তিনশোর অধিক ছাত্রছাত্রী রয়েছে তার।
advertisement
ছবি আঁকার চর্চা করে আজ তিনি নিজেকে এক অন্য মাত্রায় নিয়ে গেছেন। বুদ্ধদেব বাবু এখন রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যেও পাড়ি দেন। ঝাড়খন্ড, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, বিহার সহ একাধিক রাজ্যেও পাড়ি দিয়েছেন তিনি। প্রফেশনাল ভাবে প্রশিক্ষণ না নিয়ে তিনি যা করে দেখিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: ছবি আঁকার জন্য বর্ধমানের এই শিল্পী পাড়ি দেন ভিন রাজ্যেও 
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement