মেয়েকে বাঁচাতে মন্ত্রীর পা ধরেছিলেন বাবা, অ্যাপেন্ডিক্স অপারেশন করাতে এসে মেদিনীপুরে মৃত কিশোরী
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
পেটে অসহ্য যন্ত্রণার সমস্যা নিয়ে গত শুক্রবার মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিল ১৩ বছরের কিশোরী সুপ্রিয়া রায়৷
শোভন দাস, মেদিনীপুর: মেয়েকে বাঁচাতে রবিবার মন্ত্রী বীরবাহা হাঁসদার পা ধরেছিলেন বাবা৷ তার পরেও শেষ রক্ষা হল না৷ অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করাতে গিয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজের মতো সরকারি হাসপাতালে মৃত্যু হল ১৩ বছরের কিশোরীর৷ এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছে মৃত কিশোরীর পরিবার৷
পেটে অসহ্য যন্ত্রণার সমস্যা নিয়ে গত শুক্রবার মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিল ১৩ বছরের কিশোরী সুপ্রিয়া রায়৷ পরীক্ষায় ধরা পড়ে, অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা হচ্ছে তার৷ ওই কিশোরীর পরিবার জানিয়েছে, গত শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ হাসপাতালে ভর্তি করা হয় মেদিনীপুর শহর লাগোয়া কলগাং এলাকার বাসিন্দা ওই কিশোরীকে৷ রাত ১১টা নাগাদ কিশোরীর অস্ত্রোপচার শুরু হয়৷ প্রায় দু ঘণ্টা ধরে চলে অস্ত্রোপচার৷
advertisement
advertisement
পরিবারের অভিযোগ, এর পর শনিবার সকালে ফের ওই কিশোরীকে আরও একবার অস্ত্রোপচার করা হয়৷ তার পর চিকিৎসকরা জানান, কিশোরীর দ্বিতীয় অস্ত্রোপচারের পরও কিশোরীর রক্তক্ষরণ বন্ধ হয়নি৷ তাই শনিবার কিশোরীকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়৷ এর পর থেকেই কিশোরীর শারীরিক দ্রুত অবনতি হতে থাকে৷ শেষ পর্যন্ত রবিবার সকালে পরিবারকে জানানো হয় কিশোরীর শারীরিক অবস্থা খুবই সঙ্কটজনক৷ তার পেটে পচন ধরেছে বলেও পরিবারকে জানানো হয়৷
advertisement
গতকাল একটি বিশেষ কাজে মেদিনীপুর মেডিক্যাল কলেজে আসেন মন্ত্রী বীরবাহা হাঁসদা৷ মন্ত্রীকে সামনে পেয়ে মেয়ের শারীরিক অবস্থা কথা জানিয়ে সুচিকিৎসার অনুরোধ করেন ওই কিশোরীর বাবা-মা৷ এমন কি, মন্ত্রী পা ধরেন কিশোরীর বাবা৷ কিশোরীর যথাযথ চিকিৎসা হবে বলে পরিবারকে আশ্বস্ত করেন মন্ত্রী বীরবাহা হাঁসদা৷ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেন তিনি৷ যদিও মন্ত্রীর হস্তক্ষেপেও ওই কিশোরীকে বাঁচানো সম্ভব হয়নি৷ রবিবার রাতে হাসপাতালে মৃত্যু হয় তার৷
advertisement
কিশোরীর মৃত্যু খবর পেয়েই ক্ষোভে ফেটে পড়েন কিশোরীর বাবা- মা সহ পরিবারের সদস্য এবং আত্মীয়রা৷ তাঁদের অভিযোগ, কোনওরকম পরীক্ষা না করেই তড়িঘড়ি অস্ত্রোপচার করতে গিয়ে এই বিপত্তি হয়েছে৷ অস্ত্রোপচারের পরে কিশোরীর জন্য রক্তও জোগাড় করে দেন তাঁরা৷ তাতেও অবশ্য শেষ রক্ষা হয়নি৷ মেদিনীপুর মেডিক্যাল কলেজের পুলিশ আউটপোস্টেও চিকিৎসায় গাফিলতির লিখিত অভিযোগ জানানো হয়৷ তবে চিকিৎসায় গাফলতির অভিযোগ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 11, 2023 9:51 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মেয়েকে বাঁচাতে মন্ত্রীর পা ধরেছিলেন বাবা, অ্যাপেন্ডিক্স অপারেশন করাতে এসে মেদিনীপুরে মৃত কিশোরী