Akash Anand: ভাইপোর হাতেই দলের রাশ, উত্তরাধিকারী ঘোষণা বিএসপি নেত্রী মায়াবতীর! কে এই আকাশ আনন্দ?

Last Updated:

২০১৯ সালের জানুয়ারি মাসে প্রথমবার দলে আকাশের অন্তর্ভুক্তির কথা ঘোষণা করেছিলেন বিএসপি নেত্রী মায়াবতী৷

মায়াবতীর সঙ্গে আকাশ আনন্দ৷
মায়াবতীর সঙ্গে আকাশ আনন্দ৷
লখনউ: নিজের রাজনৈতিক উত্তরাধিকারী হিসেবে ২৮ বছর বয়সি ভাইপো আকাশ আনন্দের নাম ঘোষণা করলেন বিএসপি নেত্রী মায়াবতী৷ গত বছর থেকেই রাজস্থানে দলের দায়িত্বে ছিলেন আকাশ৷
বিএসপি-র বিভিন্ন কর্মসূচিতে আকাশকে অনেক বারই দেখা গিয়েছে৷ সর্বভারতীয় ক্ষেত্রে বিএসপির কো-অর্ডিনেটর পদেও ছিলেন আকাশ৷
লোকসভা নির্বাচনের আগে গত বেশ কিছু দিন ধরেই দলের অন্দরে আকাশের প্রভাব বাড়ছিল৷ গত অগাস্ট মাসে লখনউতে বিএসপির রাজ্য স্তরের বৈঠকে আকাশের উপস্থিতির পরই সেটা স্পষ্ট হয়৷ আকাশকে যে সামনে নিয়ে আসার চেষ্টা শুরু হয়েছে, রাজনৈতিক মহলের কাছে তা পরিষ্কার হয়ে যায়৷ লোকসভা নির্বাচনের আগে দলের প্রস্তুতি কী অবস্থায় রয়েছে, তা বুঝতেই ওই বৈঠক ডেকেছিলেন বিএসপি নেত্রী মায়াবতী৷
advertisement
advertisement
ওই মাসেই উত্তর প্রদেশে আকাশ দলের হয়ে ১৪ দিন ধরে সর্বজন হিতায়, সর্বজন সুখায় সর্বজন সঙ্কল্প যাত্রার নেতৃত্ব দেন৷
২০১৯ সালের জানুয়ারি মাসে প্রথমবার দলে আকাশের অন্তর্ভুক্তির কথা ঘোষণা করেছিলেন বিএসপি নেত্রী মায়াবতী৷ সেই সময় অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা স্বজনপোষণের অভিযোগ খারিজ করে দিয়েছিলেন মায়াবতী৷ দাবি করেছিলেন, দলের সহ সভাপতির পদ নিতে অস্বীকার করেছেন আকাশ৷
advertisement
২০১৯ সালে লোকসভা নির্বাচনের সময় নির্বাচন কমিশন মায়াবতীর প্রচারের উপরে ৪৮ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করার পর প্রথম বার রাজনৈতিক সভায় বক্তব্য রাখেন আকাশ৷ সেই সময় সমাজবাদী পার্টি-বিএসপি-রাষ্ট্রীয় লোক দলের জোটের হয়ে প্রচার করেছিলেন তিনি৷
২৮ বছর বয়সি আকাশ মায়াবতীর ভাই তথা বিএসপির সহ সভাপতি আনন্দ কুমারের ছেলে৷ লন্ডনের একটি প্রতিষ্ঠান থেকে এমবিএ ডিগ্রি রয়েছে তাঁর৷ ২০১৭ সাল থেকেই অবশ্য দলের বিভিন্ন কর্মসূচিতে মায়াবতীর সঙ্গে দেখা যেত আকাশকে৷
advertisement
উত্তর প্রদেশে এই মুহূর্তে যথেষ্টই কোণঠাসা বিএসপি৷ একসময়ে উত্তর প্রদেশে বিএসপির প্রধান প্রতিপক্ষ সমাজবাদী পার্টির রাশ অনেকদিনই হাতে নিয়েছেন অখিলেশ যাদব৷ এবার আকাশের হাত ধরে বিএসপি লোকসভা নির্বাচনের আগে ঘুরে দাঁড়াতে পারে কি না, তা অবশ্য সময়ই বলবে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Akash Anand: ভাইপোর হাতেই দলের রাশ, উত্তরাধিকারী ঘোষণা বিএসপি নেত্রী মায়াবতীর! কে এই আকাশ আনন্দ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement