Student Death at IIT Kharagpur: হস্টেলে ছেলের কাছে এসে বাবা মা দেখলেন ‘ঝুলন্ত দেহ’! আইআইটি পড়ুয়ার অপমৃত্যু ঘিরে এখনও রহস্য
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Student Death at IIT Kharagpur: ফের রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রের রহস্যমৃত্যু। খড়গপুর আইআইটিতে এক ছাত্রের রহস্যমৃত্যু। রবিবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে হস্টেলে নিজের ঘর থেকে। মৃত্যুর কারণ নিয়ে স্পষ্ট ভাবে এখনও কিছুই জানা যায়নি। খুন না কি আত্মহত্যা খতিয়ে দেখছে পুলিশ।
খড়গপুরঃ ফের রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রের রহস্যমৃত্যু। খড়গপুর আইআইটিতে এক ছাত্রের রহস্যমৃত্যু। রবিবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে হস্টেলে নিজের ঘর থেকে। মৃত্যুর কারণ নিয়ে স্পষ্ট ভাবে এখনও কিছুই জানা যায়নি। খুন না কি আত্মহত্যা খতিয়ে দেখছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মর্মান্তিক ওই ঘটনার খবর পেয়েছে মৃত ছাত্রের পরিবারকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
আরও পড়ুনঃ নড়বড়ে হজমশক্তিতে এক তুড়িতে ঠিক করবে! এক চিমটে এই পাউডার খেলেই জয়েন্টের ব্যথা থেকে যাবজ্জীবন মুক্তি
খড়্গপুর আইআইটির হস্টেল থেকে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ঘনীভূত হচ্ছে রহস্য। গতকাল হস্টেলের নিজের ঘর থেকে শাওন মালিক নামে বছর একুশের এক ছাত্রের দেহ উদ্ধার করে পুলিশ। কী কারণে মৃত্যু হয়েছে, তার তদন্ত শুরু করেছে পুলিশ। আইআইটির হস্টেল এবং ক্যাম্পাসে কুকুর নিয়ে তল্লাশিও চালানো হয়েছে। খুন না আত্মহত্যা, তা এখনও স্পষ্ট নয়।
advertisement
advertisement
মৃত ওই ছাত্রের নাম শাওন মালিক কলকাতার কসবার বাসিন্দা। তৃতীয় বর্ষ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলেন। সূত্রের খবর, রবিবার সকালে ছেলেকে দেখতে হস্টেলে পৌঁছে যান শাওনের বাবা। হস্টেলে গিয়ে দেখেন সাওনের ঘরের দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পরও কোনও সাড়া পাওয়া যায়নি। হস্টেল কর্মী ও সহপাঠীদের চেষ্টায় দরজা খুলতেই দেখা যায় সাওনের ঝুলন্ত দেহ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 13, 2025 10:12 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Student Death at IIT Kharagpur: হস্টেলে ছেলের কাছে এসে বাবা মা দেখলেন ‘ঝুলন্ত দেহ’! আইআইটি পড়ুয়ার অপমৃত্যু ঘিরে এখনও রহস্য