Student Death at IIT Kharagpur: হস্টেলে ছেলের কাছে এসে বাবা মা দেখলেন ‘ঝুলন্ত দেহ’! আইআইটি পড়ুয়ার অপমৃত্যু ঘিরে এখনও রহস্য

Last Updated:

Student Death at IIT Kharagpur: ফের রাজ‍্যে শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রের রহস‍্যমৃত‍্যু। খড়গপুর আইআইটিতে এক ছাত্রের রহস্যমৃত্যু। রবিবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে হস্টেলে নিজের ঘর থেকে। মৃত্যুর কারণ নিয়ে স্পষ্ট ভাবে এখনও কিছুই জানা যায়নি। খুন না কি আত্মহত্যা খতিয়ে দেখছে পুলিশ।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
খড়গপুরঃ ফের রাজ‍্যে শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রের রহস‍্যমৃত‍্যু। খড়গপুর আইআইটিতে এক ছাত্রের রহস্যমৃত্যু। রবিবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে হস্টেলে নিজের ঘর থেকে। মৃত্যুর কারণ নিয়ে স্পষ্ট ভাবে এখনও কিছুই জানা যায়নি। খুন না কি আত্মহত্যা খতিয়ে দেখছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক‍্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মর্মান্তিক ওই ঘটনার খবর পেয়েছে মৃত ছাত্রের পরিবারকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
আরও পড়ুনঃ নড়বড়ে হজমশক্তিতে এক তুড়িতে ঠিক করবে! এক চিমটে এই পাউডার খেলেই জয়েন্টের ব্যথা থেকে যাবজ্জীবন মুক্তি
খড়্গপুর আইআইটির হস্টেল থেকে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ঘনীভূত হচ্ছে রহস্য। গতকাল হস্টেলের নিজের ঘর থেকে শাওন মালিক নামে বছর একুশের এক ছাত্রের দেহ উদ্ধার করে পুলিশ। কী কারণে মৃত্যু হয়েছে, তার তদন্ত শুরু করেছে পুলিশ। আইআইটির হস্টেল এবং ক্যাম্পাসে কুকুর নিয়ে তল্লাশিও চালানো হয়েছে। খুন না আত্মহত্যা, তা এখনও স্পষ্ট নয়।
advertisement
advertisement
মৃত ওই ছাত্রের নাম শাওন মালিক কলকাতার কসবার বাসিন্দা। তৃতীয় বর্ষ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলেন। সূত্রের খবর, রবিবার সকালে ছেলেকে দেখতে হস্টেলে পৌঁছে যান শাওনের বাবা। হস্টেলে গিয়ে দেখেন সাওনের ঘরের দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পরও কোনও সাড়া পাওয়া যায়নি। হস্টেল কর্মী ও সহপাঠীদের চেষ্টায় দরজা খুলতেই দেখা যায় সাওনের ঝুলন্ত দেহ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Student Death at IIT Kharagpur: হস্টেলে ছেলের কাছে এসে বাবা মা দেখলেন ‘ঝুলন্ত দেহ’! আইআইটি পড়ুয়ার অপমৃত্যু ঘিরে এখনও রহস্য
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement