Education: বিদেশি ভাষা শেখার দারুণ সুযোগ রয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে, তাড়াতাড়ি করুন আবেদন 

Last Updated:

Education: বিদেশি ভাষা শেখার ইচ্ছা থাকলে এবার সেই ইচ্ছা সম্পূর্ণ করতে পারেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে।

বর্ধমান বিশ্ববিদ্যালয় 
বর্ধমান বিশ্ববিদ্যালয় 
পূর্ব বর্ধমান: এক দারুণ সুযোগ দিচ্ছে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান বিশ্ববিদ্যালয়। বিদেশি ভাষা শেখার ইচ্ছা থাকলে এবার সেই ইচ্ছা সম্পূর্ণ করতে পারেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। বিদেশি ভাষা শেখার সুযোগ দিচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। এমনই এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফরেন ল্যাঙ্গুয়েজ বিভাগের তরফে ডিপ্লোমা, সার্টিফিকেট এবং অ্যাডভান্সড ডিপ্লোমা কোর্স করানো হবে। শেখানো হবে ফরাসি এবং রাশিয়ান ভাষা।
বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী মোট আসন সংখ্যা ২০০। নির্দিষ্ট কোর্সগুলিতে যারা আবেদন করতে ইচ্ছুক তাদের যে কোনও বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে। তবে যারা ডিপ্লোমা করতে আগ্রহী তাদের যদি উল্লিখিত ভাষায় একটি সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ করা থাকে, তাহলে তাদের ভর্তি হওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আরও পড়ুনঃ ক্যালসিয়াম, ম্যাগনেশিয়ামের খনি এই সবজি! চাঙ্গা রাখে কিডনি-লিভার, শুধু জানুন কীভাবে খাবেন
স্নাতকস্তরে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ভরতি নেওয়া হবে। আবেদনমূল্য হিসাবে ১৫০ টাকা ধার্য করা হয়েছে। তবে, কর্মরত কোনও ব্যক্তি বৈধ নো অবজেকশন সার্টিফিকেট জমা দিতে না পারলে সংশ্লিষ্ট কোর্সে ভরতি হওয়ার আবেদন করতে পারবেন না। নির্দিষ্ট কোর্সের জন্য যারা আবেদন করতে চাইছেন তাদের অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।
advertisement
advertisement
ভরতি হওয়ার জন্য কত টাকা ফি দিতে হবে, সেই সম্পর্কে জেনে নিতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন। নির্দিষ্ট বিষয়ে বিস্তারিত জানার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া প্রয়োজন।
বনোয়ারীলাল চৌধুরী 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Education: বিদেশি ভাষা শেখার দারুণ সুযোগ রয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে, তাড়াতাড়ি করুন আবেদন 
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement