উলুবেড়িয়ার এই এলাকায় মানুষের বসতি রয়েছে কিন্তু নেই যাতায়াতের রাস্তা
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
এলাকায় প্রবেশের পথ নেই মানুষ জলা জমির উপর দিয়ে যাতায়াত করেন, এলাকায় প্রবেশ করে না ডাক্তার, উলুবেরিয়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ড জড়ুয়াল পাড়ার ঘটনা
রাকেশ মাইতি, হাওড়া: বসতি আছে, কিন্তু নেই রাস্তা! এই বর্ষায় কখনও কোমর সমান, আবার কখন বুক সমান জল পেরিয়ে যাতায়াত করতে হয় এলাকার মানুষকে। উলুবেড়িয়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের জড়ুয়াল পাড়ার মানুষ রয়েছেন নিদারুণ দুর্ভোগে। এখানে জনবসতি থেকে ১০০ মিটার দূরত্ব পর্যন্ত নেই রাস্তা। ফলে দারুণ সমস্যায় পড়েছেন মানুষ |
এ ক্ষেত্রে, মানুষজন অন্য কোনও ভাবে তাদের দৈনন্দিন কাজকর্ম সারেন | রাস্তা না থাকার কারণে মানুষজন কৃষিজমির আল বা জলাজমি ব্যবহার করে যাতায়াত করে| এই বর্ষার সময় দুর্ভোগ আরও বেশি হয়। স্থানীয় ছেলেমেয়েদের স্কুল কলেজ যেতে অসুবিধা হয়। কারও শরীর খারাপ হলে তাকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে সমস্যায় পড়েন। রাস্তা না থাকায় কোনও চিকিৎসক প্রবেশ করে না এলাকায়।
advertisement
advertisement
এই সমস্যা থেকে মুক্তি পেতে, বহুবার দাবি জানানোর পরেও গ্রামে ঢোকার সম্পূর্ণ রাস্তা তৈরি হয়নি বলে অভিযোগ | নিজেদের বাড়ি থেকে গ্রামের বাইরে যেতে অনেকটা লড়াই করতে হয় গ্রামের মানুষকে | গ্রামের কেউ অসুস্থ হয়ে পড়লে, তাকে খাটে চাপিয়ে কাঁধে করে নিয়ে যেতে হয় চিকিৎসার জন্য |গর্ভবতী মহিলাদেরও নানা সমস্যার সম্মুখীন হতে হয় | বর্ষাকালে সমস্যা কয়েক গুণ বেড়ে যায় | কৃষি জমির উপর মাটির রাস্তা দিয়ে যাতায়াত করতে সমস্যায় পড়েন তারা| গ্রামের মহিলা থেকে শুরু করে বাচ্চা, বৃদ্ধ-বৃদ্ধারা চরম সমস্যার সম্মুখীন হন | দীর্ঘদিন রাস্তার সমস্যা, পশ্চিম বাউরিয়া ১২ নং ওয়ার্ডের গ্রামবাসীদের | রাস্তা না থাকার কারণে স্থানীয় মানুষেরা সমস্যার সম্মুখীন হন এবং তাদের দৈনন্দিন জীবনযাত্রায় নানান অসুবিধা হয় |
advertisement
পশ্চিম বাউরিয়া ১২ নং ওয়ার্ডের গ্রামবাসীরা জানান,এলাকায় পর্যাপ্ত রাস্তা নেই | দীর্ঘদিন কাউন্সিলার খোঁজ নিতে আসেননি বলেও অভিযোগ তাঁদের |১২ নং ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর জানান, আগামী দিনে রাস্তা সম্প্রসারণের একটা সম্ভাবনা আছে, তবে কবে হবে সে বিষয়ে তিনি যথাযথ কিছু জানাতে পারেননি |
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 26, 2025 9:54 PM IST