Hooghly News: ২০২১-এর বন্যায় ভয়ঙ্কর তাণ্ডবে ধ্বংস হয়েছে সব! চরম অসহায় ৪৫টি পরিবার, এখনও থাকছে গোয়ালঘরে কিংবা ত্রিপল টানিয়ে

Last Updated:

Hooghly News: ২০২১ সালে বন্যায় পায় গোটা গ্রাম ধ্বংস হয়ে গিয়েছিল। এখনো সেই ধ্বংসের চিহ্ন রয়ে গেছে। এরপর থেকে কেউ বা গোয়ালঘর, আবার কেউ ত্রিপল খাটিয়ে বাঁশের উপর টিন চাপিয়ে বসবাস করছেন। এমনই চিত্র দেখা যাচ্ছে হুগলির গোঘাটের দিগরা এলাকায়।

+
মাটির

মাটির বাড়ি

আরামবাগ: ২০২১ সালে বন্যায় পায় গোটা গ্রাম ধ্বংস হয়ে গিয়েছিল। এখনো সেই ধ্বংসের চিহ্ন রয়ে গেছে। এরপর থেকে কেউ বা গোয়ালঘর, আবার কেউ ত্রিপল খাটিয়ে বাঁশের উপর টিন চাপিয়ে বসবাস করছেন। এমনই চিত্র দেখা যাচ্ছে হুগলির গোঘাটের দিগরা এলাকায়। বন্যার ফলে প্রায় ৪৫টি বাড়ি পড়ে যায় কিন্তু বছরের পর বছর সময় অতিক্রান্ত হলেও কেউ তাদের পাশে দাঁড়ায়নি।
বাংলা আবাস যোজনা থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনাতেও এই অসহায় পরিবার গুলির পাকার বাড়ি হয়নি। প্রশাসনের তরফ থেকে বাড়ির ছবি তোলার থেকে ফর্ম ফিলাপ নামে ৩০০ টাকা খরচ হয়েছে বাসিন্দাদের কিন্তু কোন প্রকল্পের মাধ্যমে সাহায্য আজও পাইনি ওই সমস্ত পরিবারগুলি।
advertisement
advertisement
গ্রামের এক ব্যক্তি জানান, বন্যায় ভেঙে যাওয়া এই সমস্ত বাড়িগুলি দেখলে বুক কেঁপে উঠবে। দ্বারকেশ্বর এ প্রবল জলের স্রোত কথা মনে পড়লে আতঙ্কে ঘুম ধরে না। ত্রিপলের ঘরে দীর্ঘদিন ধরে বসবাস করছি। অন্যদিকে এক ব্যক্তি জানিয়েছেন, বিডিও থেকে প্রশাসন গ্রামে এলেও প্রতিশ্রুতি ছাড়া কিছু মেলেনি। বাড়ি ঘর করার কোনও সামর্থ্য আমাদের নেই। তাই বাধ্য হয়ে ত্রিপল খাটিয়ে অসহায় ভাবে বসবাস করতে হচ্ছে।
advertisement
এই বিষয়ে বালি অঞ্চলের পঞ্চায়েত প্রধান রঘুনাথ সাঁতরার বক্তব্য, সে সময় প্রাক্তন পঞ্চায়েত প্রধান বাড়িগুলির ছবি পাঠিয়েছিল। বিষয়টি নিয়ে তাদের নজরে আছে। আশা করি আমাদের সরকার তাদেরকে বাড়ির তৈরি করে দেবেন। তাহলে প্রশ্ন উঠছে, ত্রিপল খাটিয়ে ও গাছের তলায় বসবাস করছে মানুষগুলোর কি বাড়ি আদৌ হবে না এভাবেই অসহায়তার মধ্যে দিয়ে দিন যাপন করতে হবে পরিবারগুলিকে।
advertisement
suvojit Ghosh
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: ২০২১-এর বন্যায় ভয়ঙ্কর তাণ্ডবে ধ্বংস হয়েছে সব! চরম অসহায় ৪৫টি পরিবার, এখনও থাকছে গোয়ালঘরে কিংবা ত্রিপল টানিয়ে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement