Digha: ট্রেনে দিঘা যাওয়ার প্ল্যান? দিঘা যাওয়ার রাস্তাতেই চরম বিপদ! একবার এই ট্রেনে উঠলেই...! চরম ভোগান্তি নিত্যযাত্রীদের, যা বললেন...

Last Updated:

Digha: হলদিয়া থেকে পাঁশকুড়া এবং পাঁশকুড়া-দিঘা দুই রেলপথে ট্রেনে যাতায়াত করা যাত্রীদের কাছে দুঃস্বপ্নে পরিণত হয়েছে। হলদিয়ায় যাওয়া আসা করা কারখানার শ্রমিক থেকে কলেজ পড়ুয়া এবং দিঘা যাওয়া আসা করা পর্যটক। সকলকেই ভুগতে হচ্ছে ট্রেন লেটের কারনে।

ফাইল ছবি
ফাইল ছবি
পূর্ব মেদিনীপুর: হলদিয়া থেকে পাঁশকুড়া এবং পাঁশকুড়া-দিঘা রেল লাইনের ট্রেন যাত্রাকে এখন পূর্ব মেদিনীপুরের মানুষজন লেট-যাত্রা নামেই নামকরণ করেছেন।
দুই রেলপথে ট্রেনে যাতায়াত করা যাত্রীদের কাছে দুঃস্বপ্নে পরিণত হয়েছে। দশ বিশ মিনিট নয়, প্রায় দিন দু-তিন ঘণ্টা পর্যন্ত লেটে আসছে ট্রেন। যার কারনে দুর্ভোগ চরমে উঠছে মানুষের।
advertisement
advertisement
একে তো পূর্ব মেদিনীপুরের দুটি রেললাইনেই ট্রেনের সংখ্যা কম। তার ওপর আবার গোদের ওপর বিষ ফোঁড়ার মতো ট্রেন লেট! হলদিয়ায় যাওয়া আসা করা কারখানার শ্রমিক থেকে কলেজ পড়ুয়া এবং দিঘা যাওয়া আসা করা পর্যটক। সকলকেই ভুগতে হচ্ছে ট্রেন লেটের কারনে।
advertisement
পূর্ব ঘোষণা ছাড়াই ট্রেন দাঁড়িয়ে থাকছে ঘণ্টার পর ঘণ্টা। লোকাল ট্রেনে কোনও শৌচাগার থাকে না। ফলে দূরের রাস্তায় সমস্যায় পড়ছেন অনেকেই। ট্রেন কোনও স্টেশনে কিছুক্ষণ দাঁড়ালে অনেকেই শৌচাগারে ছুটছেন। তাঁদের অনেকেই আবার সময়মতো ট্রেনে উঠতে পারছেন না বলে ট্রেন ছেড়ে চলে যাওয়ার ঘটনাও হামেশাই ঘটছে।
কিন্তু রেল কর্তৃপক্ষের কোনও হেলদোল নেই বলে অভিযোগ। শিল্পশহরে নামমাত্র লোকাল ট্রেন চলে। দিনে ও রাতে নিত্যদিন দুই থেকে তিন ঘণ্টা পর্যন্ত লেটে ট্রেন যাতাযাত করে। অফিসযাত্রী, ব্যবসায়ী, বিক্রেতা, কলেজ পড়ুয়া- কেউ সময়মতো গন্তব্যে যেতে পারেন না।
advertisement
ট্রেনের ভেন্ডারে ফল, আনাজ, দুধ, ছানা ব্যবসায়ী পণ্য নিয়ে শিল্প শহরে আসেন। ট্রেন দেড় থেকে দুই ঘণ্টা দেরি করে আসায় বাজারে সময়মতো তাঁরা পৌঁছতে পারছেন না। অবিক্রিত থেকে যাচ্ছে তাঁদের সমস্ত পণ্য। অনেক জিনিস পচে নষ্টও হয়ে যাচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha: ট্রেনে দিঘা যাওয়ার প্ল্যান? দিঘা যাওয়ার রাস্তাতেই চরম বিপদ! একবার এই ট্রেনে উঠলেই...! চরম ভোগান্তি নিত্যযাত্রীদের, যা বললেন...
Next Article
advertisement
Success Story: বেঙ্গালুরুর দুই বোনের কাজ দেখে দোকানদাররা হাসতেন, এখন তাঁরাই ১০০ কোটি টাকার ব্যবসা পরিচালনা করছেন
বেঙ্গালুরুর দুই বোনের কাজ দেখে দোকানদাররা হাসতেন, এখন তাঁদেরই ১০০ কোটি টাকার ব্যবসা !
  • বেঙ্গালুরুর দুই বোনের কাজ দেখে দোকানদাররা হাসতেন

  • এখন তাঁদেরই ১০০ কোটির ব্যবসা !

  • জেনে নিন তাঁদের সাফল্যের কাহিনি

VIEW MORE
advertisement
advertisement